মঙ্গলবার, ৮ জুন, ২০২১ ০০:০০ টা

কোহলির দুর্বলতা জানালেন টার্নার

ক্রীড়া ডেস্ক

কোহলির দুর্বলতা জানালেন টার্নার

ইংলিশ কন্ডিশনে বল বেশি সুইং করে। এই সুইংয়েই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে নাকাল করবেন নিউজিল্যান্ডের পেসার ব্রেন্ট বুল্ট, টিম সাউদি, ওয়াগনাররা। এ কথাই জানিয়েছেন নিউজিল্যান্ডের কিংবদন্তির ক্রিকেটার ও সাবেক অধিনায়ক গ্লেন টার্নার। ১৮ জুন শুরু হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসের ফাইনাল। ইংল্যান্ডের সাউদাম্পটনের রোজ বোলে বিশ্বচ্যাম্পিয়ন হতে মুখোমুখি হবে কোহলির ভারত ও কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।

ভারতীয় দলের সেরা ব্যাটসম্যান কোহলি। তার দুর্বলতা নিয়ে কিউই সাবেক অধিনায়ক টার্নার বলেন, ‘স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বলের সুইং ও লেংথ মোকাবিলায় বিরাট কোহলিকে কতটা সমস্যায় পড়তে হয় সেটা নতুন করে অনুমানের প্রয়োজন নেই। গত বছর আমাদের দেশে কিংবা এর আগে ইংল্যান্ডে সেটা বোঝা গিয়েছিল। বল সুইং করলে কোহলির সমস্যা হয়। শুধু কোহলি নয়, সাউদাম্পটনের পিচে বল সুইং করলে আমাদের ব্যাটসম্যানদেরও পরীক্ষা দিতে হবে। তাই কোহলি চাপে থাকলে আমাদের দল যে এগিয়ে থাকবে, সেটা আর নতুনভাবে বলার অপেক্ষা রাখে না।’

সর্বশেষ খবর