বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১ ০০:০০ টা

ব্রাজিলের দাপুটে জয়

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলের দাপুটে জয়

দুর্দান্ত খেলছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার। দুর্দান্ত খেলছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শুধু নেইমার নন, তিতের শিষ্যদের সবাই অসাধারণ খেলছেন দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে। টিকিটাকা ফুটবল খেলে প্রতিপক্ষ দলগুলোর নাভিশ্বাস তুলে একের পর এক জয় তুলে নিচ্ছে সেলেকাওরা।

গতকাল সকালে বাছাইপর্বে ২-০ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। এক গোল করেছেন নেইমার। আরেকটি গোল করেছেন লুকাস পাকুয়েতা। ১৯৮৫ সালের পর এই প্রথম নিজ দেশের বাইরে প্যারাগুয়ের বিপক্ষে জয় পেল ব্রাজিল। বাছাইপর্বে ৬ ম্যাচে ছয় জয় তুলে ১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে তিতের দল। বাছাইপর্বে নেইমারের গোল এখন পর্যন্ত ৫টি। প্যারাগুয়ে পাঁচ ম্যাচ পরাজিত থাকার পর হারল। বাছাইপর্বে অন্যান্য ম্যাচে পেরু প্রথমবারের মতো জয় পেয়েছে। ২-১ গোলে হারিয়েছে ইকুয়েডরকে। বলিভিয়া-চিলি ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে। গোল শূন্য ড্র হয়েছে ভেনেজুয়েলা-উরুগুয়ে ম্যাচ। 

প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) স্ট্রাইকার বাছাইপর্বের ম্যাচগুলোতে গোল করেছেন, ব্রাজিল জয় পায়নি এমনটি নয়। পিএসজি স্ট্রাইকার গোল করেছেন, এমন ৯ ম্যাচ জিতেছে ব্রাজিল। ব্রাজিলের জার্সিতে নেইমারের গোল ৭৭টি। সহায়তা করেছেন ৪৬টি।  ম্যাচে প্রথম গোল করেন পিএসজি স্ট্রাইকার। ব্রাজিল এগিয়ে যায় ৪ মিনিটে। নিজেদের অর্ধ থেকে বাড়ানো বল ধরে ক্রস বাড়ান গাব্রিয়েল জেসুস। ক্রস ধরে শট নেন রিশার্লিসন। যদিও গোল হয়নি। কিন্তু নেইমার ফাঁকায় দাঁড়ানো বল ধরে গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন ১-০। প্রথমার্ধ শেষ হয় এই এক গোলে। ম্যাচের অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে ব্যবধান   ২-০ করেন লুকাস পাকুতা। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর