শুক্রবার, ১১ জুন, ২০২১ ০০:০০ টা

ইউরোপে শ্রেষ্ঠত্বের লড়াই

ক্রীড়া ডেস্ক

ইউরোপে শ্রেষ্ঠত্বের লড়াই

বিশ্বকাপের পর ফুটবলের দ্বিতীয় জনপ্রিয় আসর হচ্ছে ইউরোপিায়ান চ্যাম্পিয়নশিপ। আজ তা মাঠে গড়াচ্ছে। ৬০ বছরের ইতিহাসে এবারই প্রথম ইউরোপের ১১টি শহরে অনুষ্ঠিত হবে এ লড়াই। আজ উদ্বোধনী দিনে তুরস্ক ও ইতালি মুখোমুখি হবে। বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল ১৫ জুন হাঙ্গেরির মোকাবিল করবে। এবারের হটফেভারিট ফ্রান্স। জিনেদিন জিদান, দিদিয়ের দেশম, থিয়েরি অঁরির মতো তারকারা ১৯৯৮ সালের বিশ্বকাপের পর জিতেছিলেন ২০০০ ইউরো। ২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্সের জন্য আরও একবার সুযোগ থাকছে সেই কীর্তি ছোঁয়ার। আর কোনো দলই টানা দুবার জিততে পারেনি বিশ্বকাপ ও ইউরো। কিলিয়ান এমবাপ্পে, আস্তোয়ান গ্রিয়েজমান, পল পগবা, করিম বেনজেমাদের দলে সেই স্বপ্ন পূরণের সামর্থ্য, গতি এবং অভিজ্ঞতা সবই আছে। ৬ ও ৭ জুলাই টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল। ১১ জুলাই হবে ফাইনাল।

সর্বশেষ খবর