রবিবার, ১৩ জুন, ২০২১ ০০:০০ টা

ইতিহাস বদলে ইতালির যাত্রা

ক্রীড়া ডেস্ক

ইতিহাস বদলে ইতালির যাত্রা

ইউরো কাপের ৬০ বছরের ইতিহাস বদলে যাত্রা করল ইতালি। শুক্রবার রাতে রোমের অলিম্পিক স্টেডিয়ামে তুরস্ককে ৩-০ গোলে হারিয়েছে আজ্জুরিরা। ম্যাচের প্রথম গোলটা করেছেন তুরস্কের মেরিহ ডেমরিল (আত্মঘাতী)। এ গোলেই এগিয়ে যায় ইতালি। ইতিহাস গড়েন মেরিহ। ইউরো কাপের ইতিহাসে এই প্রথম আত্মঘাতী গোলে যাত্রা হলো টুর্নামেন্টের। ইতালির পক্ষে পরের দুটি গোল করেন সিরো ইমোবিল (৬৬) ও লরেনজো ইনসিগনে (৭৯)। এ জয়ে ইউরো কাপে শুভযাত্রা হলো ফেবারিট ইতালির। ১৯৬৮ সালের চ্যাম্পিয়নরা ২০০০ ও ২০১২ সালে ফাইনাল খেলেও শিরোপাহীন ছিল। এদিকে আজ ইউরো কাপে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া। গত বিশ্বকাপের সেমিতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল ক্রোয়েশিয়া।

সর্বশেষ খবর