রবিবার, ১৩ জুন, ২০২১ ০০:০০ টা
প্রতিপক্ষ ওমান

জেমির বিশ্বাস, শিষ্যরা ছেড়ে কথা বলবে না

ক্রীড়া প্রতিবেদক

ওমান এমনিতেই শক্তিশালী দল। তারপর আবার জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, রহমত মিয়া দুই হলুদ কার্ড ও মাসুক মিয়া জনি ইনজুরির কারণে তাদের বিপক্ষে খেলতে পারবে না। আফগানিস্তানের বিপক্ষে আহত হয়ে আগেই দেশে ফিরে এসেছেন সোহেল রানা। এমন খর্বশক্তি নিয়ে ওমানের বিপক্ষে বাংলাদেশ লড়বে কীভাবে? প্রথম লেগে পূর্ণশক্তির দল নিয়ে জামালরা ১-৪ গোলে হেরেছিল। ১৫ জুন কি তাহলে গোলের বন্যায় ভেসে যাবে? কোচ জেমি ডে ইতিমধ্যেই দল কিভাবে সাজাবেন তা ঠিক করে ফেলেছেন। একটা পরীক্ষাও নিতে চাচ্ছেন তিনি। কারও কারও অভিষেক হবে। নতুনরা কেমন খেলে তা যাচাই করতে পারবেন। জেমি বিশ্বাস করেন ওমান যতই শক্তিশালী হোক না কেন তার শিষ্যরা ছেড়ে কথা বলবে না। আফগানিস্তানের সঙ্গে ওমানের ম্যাচ তিনি গ্যালারিতে বসে দেখেছেন। ম্যাচটি সমানতালে হয়েছে।

সর্বশেষ খবর