রবিবার, ১৩ জুন, ২০২১ ০০:০০ টা

কিংসের জার্সিতে এলিটা কিংসলে

ক্রীড়া প্রতিবেদক

নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন আরও আগেই। পেশাদার লিগের সেকেন্ড উইন্ডোতে তাকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। দ্বিতীয় লেগের শুরু থেকে বাংলাদেশি ফুটবলার হিসেবে তার মাঠে নামার কথা ছিল। কিন্তু জাতীয় পরিচয়পত্র তৈরি না হওয়ায় লিগ কমিটি অনুমতি দেয়নি। এখন আর তার মাঠে নামা নিয়ে কোনো জটিলতা থাকছে না। জাতীয় পরিচয়পত্র পেয়ে গেছেন তিনি। তাই বসুন্ধরার জার্সি গায়ে চড়িয়ে রহমতগঞ্জের বিপক্ষে খেলা তার নিশ্চিত। অবশ্য বাংলাদেশি পাসপোর্ট এখনো এলিটা হাতে পায়নি। পেলে, আগামী আগস্টে অনুষ্ঠিতব্য এএফসি কাপে বসুন্ধরার হয়ে খেলবেন। তিনি যোগ দেওয়ায় চ্যাম্পিয়ন কিংসের শক্তি আরও বাড়ল। তবে সেরা একাদশের জায়গা পেতে কিংসলেকে যোগ্যতা প্রমাণ দিতে হবে।

১৯৭৪ সাল থেকে ঘরোয়া ফুটবলে বিদেশিরা অংশ নিচ্ছেন। এই প্রথম কোনো ফরেন রিক্রুট বাংলাদেশের নাগরিত্ব পেলেন। এলিটা কিংসলে বেশ কয়েক বছর ধরে পেশাদার লিগে খেলছেন। পারফরম্যান্স নজরে আসায় বসুন্ধরা কিংস তাকে দলভুক্ত করেছে।

সর্বশেষ খবর