রবিবার, ১৩ জুন, ২০২১ ০০:০০ টা

মাঠ থেকে হাসপাতালে এরিকসন

ডেনমার্ক-ফিনল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

সবে শুরু হয়েছে ইউরোপিয়ান কাপ ফুটবল। দ্বিতীয় দিনেই ঘটে গেল হৃদয়বিদারক ঘটনা। গতকাল কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে স্বাগতিক ডেনমার্ক মুখোমুখি হয় ফিনল্যান্ড।

ম্যাচ চলাকালে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন ডেনমার্কের ক্রিস্টিয়ান এরিকসন। ৪০ মিনিটের মাথায় ঘটনাটি ঘটে। ফিনল্যান্ডের বক্সের কাছাকাছি ছিলেন এরিকসন যাতে থ্রো-ইন থেকে বল পেতে পারেন। কিন্তু বল তার কাছে আসার আগেই হঠাৎ মাটিতে পড়ে যান। পড়ার সময় মুখ ছিল মাটির দিকে। সঙ্গে সঙ্গে সতীর্থ ও ডাক্তাররা তার দিকে ছুঁটে আসেন। মনে হচ্ছিল তিনি আর বেঁচে নেই। শেষ খবর পাওয়া পর্যন্ত এরিকসনের কী অবস্থা তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। একে একে সব খেলোয়াড়, কোচ ও ম্যাচ কর্মকর্তারা মাঠ ছেড়ে যান। রাতে ইউরোপিয়ান ফুটবল সংস্থা জানায়, মাঠ থেকে হাসপাতালে নেওয়া হয়েছে এরিকসনকে। মাঠে তার অবস্থা গুরুতর হলেও এখন কিছুটা স্থিতিশীল।

সর্বশেষ খবর