সোমবার, ১৪ জুন, ২০২১ ০০:০০ টা

২২ বছর পর ইংল্যান্ডে সিরিজ জিতল নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক

২২ বছর পর ইংল্যান্ডে সিরিজ জিতল নিউজিল্যান্ড

ম্যাট হেনরি

১৮ জুন সাউদাম্পটনে শুরু হচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারতের বিপক্ষে বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে নামার আগে প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিয়েছে নিউজিল্যান্ড। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে ছাড়া বার্মিংহামে একদিন হাতে রেখে সহজেই ৮ উইকেটে ম্যাচ জিতেছে টম ল্যাথামের ব্ল্যাক ক্যাপসরা। এই জয়ে নিউজিল্যান্ড ২২ বছর পর ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিতেছে। এর আগে ১৯৯৯ সালে শেষ সিরিজ জিতেছিল। সব মিলিয়ে ইংল্যান্ডের মাটিতে তিনবার সিরিজ জিতেছে কিউইরা। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটি ড্র হয়েছিল লর্ডসে। দ্বিতীয়টি জিতেছে। প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৩০৩ রান। জবাবে সফরকারীদের ইনিংস থেমেছিল ৩৮৮ রানে। ৮৫ রানে পিছিয়ে থেকে রুট বাহিনী ব্যাটিং বিপর্যয়ে পরে ম্যাট হেনরির গতি, সুইং ও বাউন্সে অলআউট হয় মাত্র ১২২ রানে। ৩৮ রানের মামুলী টার্গেট ছুঁতে নিউজিল্যান্ড হারায় ডেভন কনওয়ে ও উইল ইয়ংয়ের উইকেট। প্রথম ইনিংসে ৭৮ রানে ৩ ও দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ম্যাট হেনরি।

সর্বশেষ খবর