সোমবার, ১৪ জুন, ২০২১ ০০:০০ টা

ওমানকে সামলানো সম্ভব?

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ ফুটবলে বাছাইপর্বে বাংলাদেশের মিশন শেষ হচ্ছে আগামীকাল। প্রতিপক্ষ দল ওমান। রাত ১১টায় ম্যাচ শুরু হবে। ভারতের কাছে হারের পর আসর ঘিরে ফুটবলপ্রেমীদের সব আগ্রহ শেষ হয়ে গেছে। প্রতিপক্ষ হিসেবে ওমান এতটা শক্তিশালী যে বাংলাদেশ জিতবে এই আশা কেউ করছেন না। প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে জেমি ডের শিষ্যরা ১-৪ গোলে হেরেছিল। এবার কি ব্যবধান আরও বাড়বে। ম্যাচে কী হবে তা আগাম বলা মুশকিল। তবে বাংলাদেশের যে বেহাল দশা তাতে গোল বন্যার শঙ্কাটা সবাইকে পেয়ে বসেছে। আগামীকাল তো বটেই ফুটবলের ইতিহাসে এমন দুর্বল দল নিয়ে কখনো লড়েনি লাল সবুজরা।

এমনিতেই খর্ব শক্তি দল নিয়ে উড়ে যায় কাতারে। তারপর আবার দুই হলুদ কার্ড পাওয়ায় জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, রহমত মিয়া ও অন্য দিকে ইনজুরির কারণে মাসুক মিয়া জনি খেলতে পারবেন না। তারপর আবার আফগানিস্তানের বিপক্ষে ইনজুরিতে আগেই ঢাকায় ফিরে এসেছেন সোহেল রানা। নাবীব নেওয়াজ জীবন, সাদউদ্দিন, বিশ্বনাথ ঘোষ ও মাহবুবুর রহমান সুফিল অসুস্থতার কারণে স্কোয়াডেই ছিলেন না। স্ট্রাইকারবিহীন বাংলাদেশ তারপর আবার সেরা একাদশে নির্ভর যোগ্য চার জনই নেই। বাংলাদেশ করবেটা কী? ওমানকে সামলাবে কীভাবে? জয় নয়, ম্যাচ যদি ড্র হয় তা হবে তপুদের কাছে জয়ের সমান। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে ওমান। ই গ্রুপে তারা দুইয়ে আছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর