শিরোনাম
মঙ্গলবার, ১৫ জুন, ২০২১ ০০:০০ টা

আইসিসির মাস সেরা ক্রিকেটার মুশফিক

ক্রীড়া প্রতিবেদক

আইসিসির মাস সেরা ক্রিকেটার মুশফিক

বাংলাদেশের মুশফিকুর রহিম মে মাসে আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রিজ মেয়েদের বিভাগে সেরা হয়েছেন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দাপুটে ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে তিনজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছিলেন মিস্টার ডিপেন্ডেবল। এই তালিকার মুশফিকের সঙ্গে ছিলেন পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলঙ্কার স্পিনার প্রভিন জয়াবিক্রমা। ভোটাভুটিতে এই দুজন পেছনে ফেলে মে মাসের সেরা ক্রিকেটার হয়েছেন মুশফিক। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ৭৯ গড়ে ২৩৯ রান করেছিলেন বাংলাদেশের এই তারকা ব্যাটসম্যান। প্রথম ম্যাচে ৮৪ রান করেন। দ্বিতীয় ম্যাচে ১২৫ রানের আরেকটি ক্যারিশম্যাটিক ইনিংস খেলেন। শেষ ২৮ রানের বেশি করতে পারেননি। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। মুশফিক হয়ে যায় সিরিজসেরা। এবার আইসিসিও মুশফিককে স্বীকৃতি জানাল। মাসের সেরা ক্রিকেটার নির্বাচন করতে আইসিসি ৯০ শতাংশ ভোট গ্রহণ করে ভোটিং একাডেমি থেকে। বাকি ১০ শতাংশ ভোট নেওয়া হয় ক্রিকেট ভক্তদের মধ্য থেকে। টেস্ট খেলুড়ে দেশগুলোর সাবেক ক্রিকেটার, অভিজ্ঞ সাংবাদিক, ধারাভাষ্যকার ও আইসিসি হল অব ফেমে জায়গা পাওয়া কিছু ক্রিকেটার আছেন আইসিসির ভোটিং একাডেমিতে। সহযোগী দেশেরও দুইজন সদস্য আছেন এই ভোটিং একাডেমিতে। তারা ইমেইলের মাধ্যমে ভোট প্রদান করেন।

সর্বশেষ খবর