বুধবার, ১৬ জুন, ২০২১ ০০:০০ টা

অলিম্পিকে রোমানের সঙ্গী মিলবে কি?

অলিম্পিকে রোমানের সঙ্গী মিলবে কি?

আর্চারি বিশ্বকাপে (স্ট্রেজ-টু) রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে রৌপ্য জিতে বাংলাদেশ ইতিহাস গড়েছে। রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি ফাইনালে উঠেও হেরে যান। তবে আর্চারি ইতিহাসে এটিই সেরা প্রাপ্তি।

সুইজারল্যান্ডের পর এবার ফ্রান্সে আরেকটি বিশ্বকাপে লড়বেন আর্চাররা। ১৮-২৭ জুন প্যারিসে অনুষ্ঠিত হবে স্ট্রেজ থ্রির বিশ্বকাপ। আগামীকাল ভোরেই বাংলাদেশ রওনা দেবে। টুর্নামেন্টটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো করলেই টোকিও অলিম্পিকে সুযোগ মিলবে। ২০১৯ সালে নেদারল্যান্ড বিশ্বকাপে ব্রোঞ্জ জেতায় রোমান সানা সরাসরি অলিম্পিকে সুযোগ পেয়েছেন। তার সঙ্গী কে হবেন তা নির্ভর করছে প্যারিসে পারফরম্যান্সের ওপর।

নারী আর্চার দিয়া সিদ্দিকী মিশ্র দলগত বিভাগে পদক জেতায় বাংলাদেশের একমাত্র তারই সম্ভাবনা রয়েছে। বড় ধরনের স্কোর গড়তে পারলে ওয়াইল্ডকার্ড মিলবে। এবার বাংলাদেশ শুধু রিকার্ভ বিভাগেই অংশ নেবে। পুরুষ ৪ ও নারী আর্চার বিশ্বকাপে লড়বেন।

সর্বশেষ খবর