বুধবার, ১৬ জুন, ২০২১ ০০:০০ টা

একসঙ্গে ৩১ ফুটবলার করোনা আক্রান্ত

ক্রীড়া ডেস্ক

মাঠে গড়িয়েছে বিশ্বের সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা কাপ। একই সঙ্গে টুর্নামেন্টে উদ্বেগজনকভাবে বাড়ছে করোনাভাইরাসের থাবা। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে ভেনেজুয়েলার ১৩ ও বলিভিয়ার ৩ ফুটবলার আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। ব্রাজিলিয়ান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৩১ জন ফুটবলার ও স্টাফের করোনা আক্রান্ত হওয়ার কথা। এমনিতেই দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের করোনা পরিস্থিতি ভালো নয়। দেশটিতে করোনায় মৃত লোকের সংখ্যা ৫ লাখের কাছাকাছি। কোপা আমেরিকা হওয়ার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনায়। কিন্তু সরকারবিরোধী আন্দোলনে কনমেবল কলম্বিয়া থেকে নেয় এবং করোনা পরিস্থিতি ভালো না হওয়ায় আর্জেন্টিনা থেকেও সরিয়ে ব্রাজিলে নেওয়া হয়। এখন প্রশ্ন উঠেছে, ঠিকঠাক মতো আসর সমাপ্ত হবে কিনা?

সর্বশেষ খবর