শনিবার, ১৯ জুন, ২০২১ ০০:০০ টা

রোনালদো বনাম জার্মানি

ক্রীড়া ডেস্ক

রোনালদো বনাম জার্মানি

ইউরো কাপে ফ্রান্সের কাছে পরাজয়ের মধ্যদিয়ে যাত্রা করেছে জার্মানি। ইউরোপসেরা হওয়ার এ লড়াইয়ে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়া দলটির সামনে এখন কঠিন পথ। হাতে থাকা দুই ম্যাচেই ভালো করতে হবে। অন্তত একটিতে জিততে হবে, অন্যটিতে ড্র করতে হবে। আর একটা ম্যাচে হারলেই বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে জার্মানদের। আজ ইউরো কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালের মুখোমুখি হচ্ছে জার্মানি।

ক্রিস্টিয়ানো রোনালদোর দল প্রথম ম্যাচে হাঙ্গেরিকে ৩-০ গোলে হারিয়েছে। রোনালদো গোল করেছেন দুটি। সবমিলিয়ে আন্তর্জাতিক ম্যাচে পর্তুগালের জার্সিতে ১০৬ গোল করেছেন তিনি। আর মাত্র তিনটা গোল করলেই তিনি স্পর্শ করবেন ইরানের আলি দাইয়ির রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে এই ইরানিয়ানই সর্বোচ্চ গোলদাতা (১০৯টি)। জার্মানদের বিপক্ষে রেকর্ডের আরও কাছে যেতে পারবেন রোনালদো? জার্মানদের বিপক্ষে চারটা ম্যাচ খেলেও কোনো গোল পাননি অতীতে। সেই ক্ষোভ দূর করার একটা ভালো সুযোগ রোনালদোর সামনে।

জার্মানির বিপক্ষে পর্তুগিজদের রেকর্ড খুব ভালো নয়। ২০০০ সালের ইউরো কাপে সর্বশেষ তারা জার্মানিকে হারিয়েছে। সেবার পর্তুগাল সার্জিও কনসিকাওয়ের হ্যাটট্রিকে ৩-০ গোলে জিতেছিল। এরপর বিশ্বকাপে (২০০৬ ও ২০১৪) এবং ইউরো কাপে (২০০৮ ও ২০১২) চারবার মুখোমুখি হয়েছে দুই দল। চারবারই জয় পেয়েছে জার্মানরা। জয়ের এ ধারা কি আজও ধরে রাখতে পারবেন জার্মানরা! নাকি ক্রিস্টিয়ানো রোনালদো এবার জার্মান বাধা টপকে যাবেন!

আজ ক্রিস্টিয়ানো রোনালদোকে কেন্দ্র করে গড়ে ওঠা পর্তুগালের আক্রমণভাগ সামলানো কঠিন হয়ে যেতে পারে জার্মানদের জন্য। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে নিজেদের ডিফেন্স ঠিকভাবে সামলাতে পারেনি জার্মানরা। তবে জার্মানির আক্রমণভাগও দুর্দান্ত। থমাস মুলার, টিমো ওয়ার্নার এবং কাই হ্যাভার্টজরা তারকাখ্যাতিতে কম নন। তাছাড়া ফ্রান্সের জমাটবাঁধা ডিফেন্সেও অনেকবার আক্রমণ করেছেন তারা। সফল হতে পারেননি। পর্তুগালের বিপক্ষে অবশ্য জার্মানদের বাঁচা-মরার লড়াই। এ জন্যই কেবল রোনালদো নন, পুরো পর্তুগালকে সামনে রেখেই পরিকল্পনা করছেন জার্মান কোচ জোয়াকিম লো। জার্মান কোচ বলেন, ‘আমরা আক্রমণভাগে আরও তৎপর হতে পারলে পর্তুগালকে হারানো সম্ভব।’ আজ ড্র করলেও পর্তুগিজদের নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে জার্মানদের সামনে নকআউট পর্বে খেলা কঠিন হয়ে যাবে। এফ গ্রুপের অপর ম্যাচে আজ ফ্রান্স মুখোমুখি হবে হাঙ্গেরির। জিতলেই নকআউট পর্বে পৌঁছে যাবে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর