রবিবার, ২০ জুন, ২০২১ ০০:০০ টা
কোপায় মেসি ম্যাজিক

উরুগুয়েকে হারিয়ে শীর্ষে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

উরুগুয়েকে হারিয়ে শীর্ষে আর্জেন্টিনা

একমাত্র গোল : ম্যাচের ১৩তম মিনিটে ডি বক্সের বাম পাশ থেকে লিওনেল মেসির বাম পায়ে নেওয়া শটে বল চলে যায় ছোট ডি বক্সে দাঁড়ানো গুইডো রদ্রিগেজের কাছে। স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসে খেলা রদ্রিগেজ নিজের স্থানে দাঁড়িয়ে হেডে গোল করেন। এ গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

কোপা আমেরিকায় উরুগুয়ের বিপক্ষে দারুণ জয় পেয়েছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করা আলবেসিলেস্তরা উরুগুয়েকে হারিয়েছে ১-০ গোলে। ব্রাজিলের ন্যাশনাল মানে গারিঞ্চা স্টেডিয়ামে এ জয়ে নিজেদের গ্রুপে শীর্ষে উঠে এলো আর্জেন্টিনা। দুই ম্যাচে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। সমান পয়েন্ট রয়েছে কলম্বিয়ারও।

গতকাল উরুগুয়ের বিপক্ষে জয়ে গোল করেছেন স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসে খেলা আর্জেন্টাইন মিডফিল্ডার গুইডো রদ্রিগেজ। তবে গোলদাতার চেয়েও বেশি আলোচনায় লিওনেল মেসি। ম্যাচের ১৩তম মিনিটে অসাধারণ এক আক্রমণে যান আর্জেন্টাইন তারকা। ডি বক্সের বাম দিক থেকে বাম পায়ে শট নেন। তার নিখুঁত শট খুঁজে নেয় গুইডো রদ্রিগেজকে। আর্জেন্টাইন মিডফিল্ডার কেবল মাথা ছুঁয়ে দেন বলে। গোল পেয়ে যায় আর্জেন্টিনা। গোলের পর পরই ধারাভাষ্যকাররা মেসির এসিস্ট নিয়ে আলোচানায় মেতে উঠেন। আর্জেন্টিনার জার্সিতে ৪৩তম গোলে এসিস্ট করলেন লিওনেল মেসি। এটাই আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ এসিস্ট। আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ গোলদাতাও লিওনেল মেসি (৭৩ গোল)। তাছাড়া দারুণ এক রেকর্ডও গড়েছেন তিনি। বিশ্বকাপ ও কোপা আমেরিকা মিলে আর্জেন্টিনার জার্সিতে ১০টি টুর্নামেন্টে খেলেছেন মেসি। সবকটিতেই সতীর্থদের গোলে এসিস্ট করেছেন। তাছাড়া কোপা আমেরিকায় সর্বোচ্চ ১৩টি এসিস্টের রেকর্ডও গড়েছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের শেষ মুহূর্তে হলেও অন্তত একটা কোপা আমেরিকা জিততে মরিয়া হয়ে লড়াই করছেন মেসি।

উরুগুয়ের বিপক্ষে অপরাজিত থাকার ধারা ধরে রাখল আর্জেন্টিনা। ২০১৩ সালের অক্টোবরে উরুগুয়ের কাছে সর্বশেষ হেরেছে আলবেসিলেস্তরা। এরপর পাঁচ ম্যাচ খেলে সবকটিতেই অপরাজিত থাকলেন মেসিরা। এর মধ্যে তিনটিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে প্যারাগুয়ের। একই স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার সকালে। গ্রুপের সেরা হওয়ার জন্য সামনের প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ আর্জেন্টিনা। গ্রুপ পর্বে শেষ ম্যাচে আলবেসিলেস্তরা বলিভিয়ার মুখোমুখি হবে। গ্রুপের শীর্ষে থাকতে পারলে অপর গ্রুপের চার নম্বরে থাকা দলের সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলবে আর্জেন্টিনা।

সর্বশেষ খবর