রবিবার, ২০ জুন, ২০২১ ০০:০০ টা

বিশেষ ম্যাচে বিশেষ রেকর্ড কোহলির

ক্রীড়া ডেস্ক

বিশেষ ম্যাচে বিশেষ রেকর্ড কোহলির

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের অধিনায়ক হিসেবে খেলতে নেমে গতকাল নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি। টপকে গেছেন ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনিকে। টেস্টে ভারতকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড এখন কোহলির। গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাউদাম্পটনে টস করতে নেমেই নতুন উচ্চতায়  পৌঁছে গেলেন তিনি।  মহেন্দ্র সিং ধোনি ভারতকে ৬০ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। এতদিন ধোনির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন কোহলি। এবার বিশেষ ম্যাচে  ধোনিকে ছাড়িয়ে গেলেন। কোহলির নেতৃত্বে ভারত ৩৬ টেস্টে জয় পেয়েছে। ধোনির ভারত জিতেছে ২৭ ম্যাচে। আলোর স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ভারতের সংগ্রহ ছিল ৬৪.৪ ওভারে ৩ উইকেটে ১৪৬ রান। কোহলি ব্যাট করছেন ৪৪ রানে। ধোনির ইনজুরির কারণে ২০১৪-১৫ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে প্রথমবারের মতো ভারতীয় দলকে নেতৃত্ব দেন। এরপর ওই সফরেই হঠাৎ ধোনি টেস্ট ক্রিকেটকে গুডবাই জানালে কোহলি নেতৃত্বে স্থায়ী হন।

কোহলি ও ধোনির পরই আছেন সৌরভ গাঙ্গুলি। তিনি ৪৯টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। ৪৭টি করে টেস্টে টস করেছেন মোহাম্মদ আজহারউদ্দিন ও সুনিল গাভাস্কার। নসুর আলি খান পতৌদি ৪০ টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন।

সর্বশেষ খবর