বুধবার, ২৩ জুন, ২০২১ ০০:০০ টা

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

কোপা আমেরিকায় প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গতকাল সকালে ব্রাজিলের ন্যাশনাল মানে গারিঞ্চা স্টেডিয়ামে লিওনেল মেসির রেকর্ড গড়া ম্যাচে এ জয় পায় আলবেসিলেস্তরা। এর ফলে ৩ ম্যাচে এ গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন লিওনেল মেসি। পরের ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার জার্সিতে আগেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন লিওনেল মেসি (৭৩ গোল)। এবার দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও স্পর্শ করলেন তিনি। প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নেমে ছুঁয়ে ফেললেন জাভিয়ের মাসকারেনোর রেকর্ড। দুজনেই আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন ১৪৭টি করে ম্যাচ। বলিভিয়ার ২৯ জুনের ম্যাচে খেললেই সাবেক সতীর্থকে ছাড়িয়ে যাবেন মেসি। প্যারাগুয়ের বিপক্ষে মেসির রেকর্ডের ম্যাচে জয়সূচক গোলটি করেন আলেসান্দ্রো ড্যারিও গোমেজ। ম্যাচের ১০ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার পাসে বল পেয়ে ডি বক্সের ভিতর থেকে ঠান্ডা মাথায় গোলটি করেন তিনি। এ গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আলবেসিলেস্তরা।

এদিকে গতকাল ভোরে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে উরুগুয়ে। কোপা আমেরিকায় সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের সামনের পথ কঠিন হয়ে গেল এর ফলে। প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে পরাজিত হয়েছে লুইস সুয়ারেজের দল। এবার চিলির সঙ্গে ড্র করায় নকআউট পর্বে খেলা কঠিন হয়ে গেল। অবশ্য পরের দুই ম্যাচে প্যারাগুয়ে ও বলিভিয়ার বিপক্ষে জিতলে শেষ আটে খেলতে পারবে উরুগুয়ে।

চিলি ড্র করেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৫ পয়েন্ট।

সর্বশেষ খবর