বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১ ০০:০০ টা

প্রাইম ব্যাংকের ১১ নম্বর জয়

ক্রীড়া প্রতিবেদক

পেসার তারেকের ওভারে ছয় ও চারে ১০ রান নিয়ে প্রাইমকে ২ উইকেটের নাটকীয় জয় উপহার দেন অলক কাপালি। এর আগে বল হাতেও দুর্দান্ত ছিলেন টেস্ট ক্রিকেট হ্যাটট্রিকম্যান কাপালি। ১৬ রানের খরচে নেন ৩ উইকেট। ম্যাচসেরা কাপালির পারফরম্যান্সে জয় তুলে শিরোপা রেসে পুরোপুরি টিকে রয়েছে তামিম ইকবাল বিহীন প্রাইম ব্যাংক। দিনের প্রথম ম্যাচে শিরোপা রেস থেকে ছিটকে পরা শেখ জামাল ধানমন্ডি ও মোহামেডানের খেলায় ৭ উইকেটে জয় পেয়েছে জামাল। খেলা চলছিল আবাহনী-প্রাইম দোলেশ্বরের। প্রথমে ব্যাট করে মেহেদির ৩১ বলে ৩৩ রানে ভর করে ২০ ওভারে ৯ উইকেটে ১২৫ রান করেন। কাপালির বোলিং স্পেল ৪-১-১৬-১। ১২৬ রানের টার্গেটে এক বল হাতে রেখে জয় পায় প্রাইম। যা দলটির ১৪ ম্যাচে ১১ নম্বর জয়। পঞ্চম বা শেষ রাউন্ডেই নির্ধারিত হবে টি-২০ প্রিমিয়ার ক্রিকেটে চ্যাম্পিয়ন হবে কোনো দল। মূলত রেসে টিকে আছে প্রাইম ব্যাংক, আবাহনী ও প্রাইম দোলেশ্বর। দিনের প্রথম ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোহামেডানের সংগ্রহ ছিল ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রান।

সর্বোচ্চ ৪৯ রান করেন শামসুর রহমান শুভ। জিয়াউর রহমান নেন ২৯ রানের খরচে ৩ উইকেট। ১৩৪ রানের টার্গেটে এক ওভার আগেই জয় পায় শেখ জামাল। আশরাফুল ৪২ বলে ৩৮ এবং জিম্বাবুয়ে সফরে জাতীয় দলে ডাক পাওয়া নুরুল হাসান সোহান ৩১ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। 

সর্বশেষ খবর