শিরোনাম
শুক্রবার, ২৫ জুন, ২০২১ ০০:০০ টা

আশরাফুলের কাছে আবাহনীর হার

ক্রীড়া প্রতিবেদক

আশরাফুলের কাছে আবাহনীর হার

জিতলে টি-২০ প্রিমিয়ার ক্রিকেটের শিরোপার আরও কাছে যেতে পারত আবাহনী। একই সমীকরণ ছিল প্রাইম ব্যাংকেরও। কিন্তু দুই শিরোপাপ্রত্যাশী দল জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। হেরেছে। হারলেও দুই দলের শিরোপা উৎসবে মেতে ওঠার উপলক্ষ রয়েছে। আগামীকাল সকালে মিরপুরে দুই দলের লড়াই চূড়ান্ত করবে টি-২০ প্রিমিয়ার ক্রিকেটের ২০২০ মৌসুমের চ্যাম্পিয়ন। এজন্যই আবাহনী ও প্রাইম ব্যাংকের ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। গতকাল মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে আবাহনীকে ৬ উইকেটে হার উপহার দেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ জামালের জয়ের নায়ক ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। ৭২ রানের হারা না মানা ইনিংস খেলেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। দিনের শেষ ম্যাচে প্রাইম ব্যাংককে হারের তিক্ত স্বাদ দেন প্রথমবারের মতো টি-২০ জাতীয় দলে ডাক পাওয়া শামীম হোসেন। তার বিধ্বংসী হাফ সেঞ্চুরিতে প্রাইম দোলেশ্বর ৫ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংকে। দিনের প্রথম খেলায় গাজী গ্রুপ ৩ উইকেটে হারায় মোহামেডানকে। আবাহনী ও প্রাইম ব্যাংকের পয়েন্ট ১৫ ম্যাচে ২২। ০.৬৫৭ রান রেটে আবাহনী এগিয়ে। ০.৬১৮ রান রেটে প্রাইম ২-এ। শেখ জামালের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রান করে। সর্বোচ্চ ৭০ রান করেন লিটন দাস। ১৭৪ রানের টার্গেটে ৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় শেখ জামাল। আশরাফুল ৭২ রানের ঝড়ো ইনিংস খেলেন ৪৮ বলে ৮ চার ও ২ ছক্কায়। প্রাইমের ১২৬ রান দোলেশ্বর টপকে যায় ৭ বল আগে। শামীম ৫২ রান করেন মাত্র ৩০ বলে ৪ চার ও ৩ ছক্কায়।

সর্বশেষ খবর