শনিবার, ২৬ জুন, ২০২১ ০০:০০ টা

বেলের ওয়েলসের সামনে ডেনমার্ক

ক্রীড়া ডেস্ক

বেলের ওয়েলসের সামনে ডেনমার্ক

নিজেদের ফুটবল ইতিহাসে ওয়েলসের বলার মতো ঘটনা খুব একটা নেই। ১৯৫৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলাই ছিল তাদের সেরা সাফল্য। তবে সাম্প্রতিক সময়ে ওয়েলস এক দূরন্ত দল হয়ে উঠেছে ইউরোপে। গতবার ইউরো কাপে তারা সেমিফাইনাল খেলেছে।

ইউরো কাপে সেটাই ছিল তাদের প্রথম অংশগ্রহণ। এবারেও দলটা ছুটছে সামনের দিকেই। তবে শেষ ষোলোতেই কঠিন বাধা অপেক্ষা করছে। আজ আমস্টারডাম অ্যারিনায় ইউরো কাপে শেষ ষোলোর প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ওয়েলস-ডেনমার্ক।

একদিকে গেরেথ বেল আর অ্যারন রামসিদের নিয়ে গড়া তারকাসমৃদ্ধ দল ওয়েলস। অন্যদিকে ইউরো কাপের সাবেক চ্যাম্পিয়ন ডেনমার্ক। ১৯৯২ সালে ইউরো কাপ জয় করে ড্যানিশরা। সেবার ফাইনালে তারা হারিয়েছিল সেসময়কার বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে। তাছাড়া ১৯৮৪ সালে সেমিফাইনাল খেলেছে দলটা। এরপরও প্রায়ই খেলেছে ইউরো কাপে। অন্যদিকে দ্বিতীয়বারের মতো ইউরো কাপ

খেলতে আসা ওয়েলস। গতবার সেমিফাইনাল খেলে সবাইকে চমকে দিয়েছিলেন গেরেথ বেলরা। এবারে তাদের গন্তব্য কোথায়!

সর্বশেষ খবর