শনিবার, ২৬ জুন, ২০২১ ০০:০০ টা

বসুন্ধরার ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে পেশাদার লিগ

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরার ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে পেশাদার লিগ

প্রায় সাত সপ্তাহের বিরতির পর ফের শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদাকর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের জন্য গত ১১ মে লিগ বন্ধ করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুক্রবার শুরুর কথা থাকলেও মোহামেডানের অনুরোধে একদিন পিছিয়ে আজ শুরু হচ্ছে লিগ। আজ বিকাল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস-রহমতগঞ্জ।

লিগ শুরু হলেও কতদিন খেলা হবে, কেউ বলতে পারছে না। কারণ, করোনা পরিস্থিতি ভয়াবহ অবস্থায় রূপ নিচ্ছে। সরকার কোন সময় কোন সিদ্ধান্ত গ্রহণ করে, সেটা নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ‘শাটডাউন’ হতে পারে। এ ছাড়া করোনার ছোবল রাজধানী ঢাকাকে বাঁচাতে আশপাশের জেলাগুলোর সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে সরকার। এতে করে ভেন্যু সমস্যায় পড়তে পারে বাফুফে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ছাড়া অন্য ভেন্যুগুলো হচ্ছে মুন্সীগঞ্জ, কুমিল্লা ও টঙ্গী। এ তিন জেলায় লকডাউনের জন্য এখন একটি ভেন্যুতেই খেলা হবে।

সর্বশেষ খবর