রবিবার, ২৭ জুন, ২০২১ ০০:০০ টা

ইতিহাস হয়ে গেলেন কিংসের কিংসলে

ক্রীড়া প্রতিবেদক

ইতিহাস হয়ে গেলেন কিংসের কিংসলে

ধরাছোঁয়ার বাইরে না হলেও পেশাদার লিগে অনেকটা নিরাপদ অবস্থানে বসুন্ধরা কিংস। শেখ জামাল ধানমন্ডির সঙ্গে ড্র করে একমাত্র অপরাজিত দল হিসেবে শীর্ষে অবস্থান করছে ফুটবল কিং বসুন্ধরা কিংস। যতই শীর্ষে থাকুক শিরোপা ধরে রাখার মিশনে তপু বর্মণদের সতর্ক হয়ে খেলতে হবে। হোঁচট খেলে সহজ পথ পিচ্ছিল হয়ে যেতে পারে। হোঁচট নয় রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে চেনা পথেই হাঁটছে বসুন্ধরা। দীর্ঘদিন বন্ধ থাকার পর গতকালই লিগের দ্বিতীয় লেগ মাঠে গড়িয়েছে। বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডর্স। নিয়ম অনুযায়ী ম্যাচটি বসুন্ধরার ভেন্যু কুমিল্লায় হওয়ার কথা। কিন্তু করোনার এ ম্যাচ হয়ে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ঘাস কাটা বা বালু ফেলার পরও বৃষ্টিতে মাঠ ছিল খেলার অনুপযোগী। ঘরোয়া ফুটবলে গতকাল ছিল এক বিশেষ দিন। যা কখনো হয়নি। কিংসের জার্সি চড়িয়ে মাঠে নামেন এলিটা কিংসলে। তবে নাইজেরিয়ান হিসেবে নয়। বাংলাদেশি হিসেবে। বৈবাহিক সূত্রে নাগরিকত্ব পাওয়ায় এই প্রথম কোনো ফুটবলার বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে লিগ খেলল। নেমেই ইতিহাস হয়ে গেলেন কিংসের কিংসলে। বাংলাদেশি হিসেবে প্রথম ম্যাচেই গোল। ২৯ মিনিটে তিনি জালে বল পাঠালে কিংস এগিয়ে যায়। ৩৯ মিনিট রেমি ম্যাচে সমতা ফেরান। ৪৪ মিনিটে রাউল  বেসারার গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। আজ চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান লড়বে।

সর্বশেষ খবর