শিরোনাম
রবিবার, ২৭ জুন, ২০২১ ০০:০০ টা

নেইমারের টার্গেটে এবার ইকুয়েডর

ক্রীড়া ডেস্ক

নেইমারের টার্গেটে এবার ইকুয়েডর

কোপা আমেরিকায় নেইমাররা সাম্বার ছন্দে ফুটবল খেলছেন। প্রথমদিকে কিছুটা এলোমেলো থাকলেও দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ব্রাজিলের ফুটবলাররা দুরন্ত হয়ে উঠছেন। প্রতিপক্ষকে কোনো দিক দিয়েই ছাড় দিচ্ছেন না তারা। গত তিন ম্যাচে ৯ গোলই তার প্রমাণ। বিপরীতে মাত্র ১টা গোল হজম করেছে ব্রাজিল। আজ এই দুরন্ত ব্রাজিলেরই মুখোমুখি হচ্ছে ইকুয়েডর। ব্রাজিলের সামনে ‘পারফেক্ট ফোরে’র (গ্রুপ পর্বে টানা চার জয়) সুযোগ। অন্যদিকে ইকুয়েডরের সামনে কোপা আমেরিকায় টিকে থাকার লড়াই। নকআউট পর্বে যেতে হলে আজ জয়ের বিকল্প নেই ইকুয়েডরের। কোপা আমেরিকায় এ গ্রুপ থেকে বলিভিয়ার বিদায় নিশ্চিত হয়ে গেছে। বাকি চার দল (আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে ও উরুগুয়ে) নকআউটপর্ব নিশ্চিত করেছে। তবে বি গ্রুপে লড়াই বেশ জমে উঠেছে। ব্রাজিল টানা তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে আগেই। আজ জিতলে জয়ের ধারাতে থেকেই সিলেকাওরা নকআউটপর্বে খেলতে পারবে। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কলম্বিয়া। ৩ ম্যাচে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিনে আছে পেরু। ২ পয়েন্ট করে সংগ্রহ করেছে ইকুয়েডর ও ভেনেজুয়েলা। আজ ভেনেজুয়েলা মুখোমুখি হবে পেরুর। ইকুয়েডর আজ ব্রাজিলের কাছে হারলে নকআউট পর্বের পথ খুলে যেতে পারে ভেনেজুয়েলার।

সেক্ষেত্রে ভেনেজুয়েলাকে পেরুর সঙ্গে অন্তত ড্র করতে হবে।

এবারের কোপা আমেরিকায় দুর্দান্ত খেলছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। দুটি গোল করেছেন তিনি। পাশাপাশি সতীর্থদের বেশ কয়েকটি গোলে প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রেখেছেন। গতবার ব্রাজিল নিজেদের দেশে কোপা আমেরিকা জিতলেও ইনজুরির কারণে নেইমার ছিলেন না সেই দলে। আরও একবার নিজ দেশে কোপা আমেরিকার আসর। এবার নেইমার দলে আছেন। পারবেন কী তিনি ব্রাজিলকে আরও একবার ল্যাটিন ফুটবলের সেরা প্রমাণ করতে!

সর্বশেষ খবর