রবিবার, ২৭ জুন, ২০২১ ০০:০০ টা

পর্তুগাল-বেলজিয়াম মহারণ

ক্রীড়া ডেস্ক

পর্তুগাল-বেলজিয়াম মহারণ

ইউরোপিয়ান ফুটবলের দুই সুপার পাওয়ার পর্তুগাল ও বেলজিয়াম। ইউরো কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। অন্যদিকে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম। আজ ইউরো কাপের শেষ ষোলোর লড়াইয়ে স্পেনের লা কার্তুজা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। ক্রিস্টিয়ানো রোনালদো গত ম্যাচেই স্পর্শ করেছেন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড। ইরানের আলি দাইয়িকে (১০৯ গোল) আজ ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন তিনি। তবে তার চেয়েও বড় লক্ষ্য ক্যারিয়ারের শেষ বেলায় আরও একবার পর্তুগালকে ইউরো কাপ উপহার দেওয়া। এরই মধ্যে চলতি আসরে ৫টি গোল করেছেন রোনালদো। জার্মানি, ফ্রান্স ও হাঙ্গেরির মতো প্রতিপক্ষকে পাত্তাই দেননি তিনি। গ্রুপ পর্বের ভয়ঙ্কর রোনালদোকে আটকানোই আজ বড় চ্যালেঞ্জ হবে বেলজিয়ামের সামনে। এদিকে আজ নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালে উঠতে মুখোমুখি হচ্ছে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে।

তাছাড়া দিওগো জোটা আর রুবেন ডিয়াসদের মতো তরুণ পর্তুগিজরাও কম ভয়ঙ্কর নন।

 পর্তুগাল জার্মানির বিপক্ষে ৪-১-৪-১ ফরমেশনে খেলেছে। সামনে ছিলেন রোনালদো। তার কাছে বল পৌঁছে দেওয়াই ছিল বাকিদের কাজ। ঠিকঠাক বল পেলে রোনালদো সুযোগের সদ্ব্যবহার ঠিকই করতে জানেন। আজও হয়তো একই পরিকল্পনায় খেলতে নামবে পর্তুগিজরা। বেলজিয়ামের আক্রমণাত্মক ফুটবলকে সামলানোর জন্য শক্তিশালী ডিফেন্সের পাশাপাশি মাঝমাঠেও আধিপত্য প্রয়োজন পর্তুগালের।

এবারের ইউরো কাপে দারুণ খেলছে বেলজিয়াম। গ্রুপ পর্বের তিন ম্যাচে গোল করেছে ৭টি। বিপরীতে গোল হজম করেছে কেবল ১টি। অবশ্য বেলজিয়ামের প্রতিপক্ষ পর্তুগালের তুলনায় দুর্বলই ছিল। জার্মানি, ফ্রান্স ও হাঙ্গেরির তুলনায় ডেনমার্ক, ফিনল্যান্ড ও রাশিয়াকে দুর্বল দলই বলা যায়। তারপরও দারুণ পারফর্ম করেছে বেলজিয়াম। রোমেলু লুকাকো, ইডেন হ্যাজার্ড, কর্টয়েসদের নিয়ে গড়া দলটা যে কোনো প্রতিপক্ষের জন্যই কঠিন বাধা। ফুটবলীয় মহারণেই মুখোমুখি হচ্ছে পর্তুগাল-বেলজিয়াম।

লড়াইটা কঠিন হলেও সাম্প্রতিক অতীত পর্তুগালের পক্ষেই। বেলজিয়ামের বিপক্ষে গত পাঁচ ম্যাচেই অপরাজিত রোনালদোরা। এর মধ্যে জয় পেয়েছে ৩টিতে। ড্র করেছে দুটিতে। তবে বেলজিয়ামের রেকর্ডও ভয় ধরানোর মতো। বর্তমান কোচ রবার্তো মার্টিনেজের অধীনে বেলজিয়াম গত ৫৮টি ম্যাচের মধ্যে ৫৬টিতেই প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে। তবে দল দুটি এর আগে বড় কোনো আসরে (বিশ্বকাপ অথবা ইউরোকাপ) মুখোমুখি হয়নি। প্রথমবারের মতো ইউরো কাপের লড়াইয়ে কারা জিতবে বলা কঠিন। ক্রিস্টিয়ানো রোনালদো দলে থাকায় অনেকের বাজিই পর্তুগাল।

পরিসংখ্যান

গত ৫৮ ম্যাচে বেলজিয়াম কেবল দুটিতে গোল করতে ব্যর্থ হয়েছে। বাকি ম্যাচগুলোতে তারা ১৭৪টি গোল করেছে। ম্যাচপ্রতি ৩ গোল! যে দুই ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছে বেলজিয়াম তার একটি পর্তুগালের বিপক্ষে (০-০)।

বেলজিয়ামের বিপক্ষে গত পাঁচ ম্যাচে অপরাজিত পর্তুগাল। এর মধ্যে ৩টিতেই জয় পেয়েছে পর্তুগিজরা। ড্র করেছে বাকি দুটিতে।

গত পাঁচটি আন্তর্জাতিক টুর্নামেন্টে (বিশ্বকাপ ও ইউরো কাপ) টানা নকআউট পর্ব খেলেছে বেলজিয়াম। এর মধ্যে ২০১৮ সালে তারা বিশ্বকাপের সেমিফাইনালেও খেলেছে।

গ্রুপের তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো ইউরো কাপের নকআউট পর্ব নিশ্চিত করল পর্তুগাল। গতবার তারা ইউরো কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। এবারেও কী সেই পথেই হাঁটবে!

সর্বশেষ খবর