রবিবার, ২৭ জুন, ২০২১ ০০:০০ টা

ডাচদের সামনে চেক বাধা

ক্রীড়া ডেস্ক

ইউরো কাপে শেষ ষোলোর ম্যাচে আজ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস- চেক প্রজাতন্ত্র। গ্রুপ পর্বে দুই দল দুই ধরনের পারফরম্যান্স দেখিয়েছে। ডাচরা প্রতিপক্ষের ডিফেন্স যখন তখন ভেঙে দিয়েছে। অন্যদিকে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া এবং স্কটল্যান্ডের মতো প্রতিপক্ষকে অল্পতেই আটকে দিয়েছে চেকরা। নেদারল্যান্ডস ৮ গোল করেছে গ্রুপ পর্বে। গোল হজম করেছে কেবল ২টি। অন্যদিকে চেকরা ৩ গোল দিয়েছে। গোল হজম করেছে ২টি। তবে ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার বিশ্ব সেরা আক্রমণভাগকে খুব বেশি গোলের সুযোগ দেয়নি চেক ডিফেন্স। আজ তাই ডাচ আক্রমণভাগ বনাম চেক ডিফেন্সেরই খেলা। ইউরো কাপে দীর্ঘদিন পর মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-চেক প্রজাতন্ত্র।

 এর আগে সর্বশেষ তারা মুখোমুখি হয়েছিল ২০০৪ সালে। সেবার গ্রুপ পর্বের ম্যাচে নেদারল্যান্ডস ২-০ গোলে এগিয়ে গিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। চেকরা ম্যাচটা জিতেছিল ৩-২ ব্যবধানে। এরপরও দেখা হয়েছে দুই দলের। ২০১৫ সালে ইউরো কাপের বাছাই পর্বে পরস্পরের মুখোমুখি হয়েছে দুই দল। সেবার দুই লেগেই হেরেছে নেদারল্যান্ডস। সাম্প্রতিক অতীত খুব বেশি ভালো নয় ডাচদের। তবে চেক প্রাচীর ভেদ করেই সামনে এগিয়ে যেতে পারেন মেমফিস ডিপেইরা। ডাচ কোচ ফ্র্যাঙ্ক ডি বোয়ার বলেছেন, ‘চেকদের বিপক্ষে ভালো ফল পেতে হলে আমাদেরকে সেরা মানের ফুটবলই খেলতে হবে। গ্রুপপর্বেই তারা নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়েছে। আমাদেরকে কঠিন পরিশ্রম করতে হবে।’ চেক কোচ জ্যারোস্লাভ সিলহ্যাভির কণ্ঠে ডাচদের প্রশংসা। তিনি বলেন, ‘ডাচরা দল হিসেবে যেমন ভয়ঙ্কর তেমনি তাদের সেরা মানের বেশ কজন ফুটবলার আছে। যারা ম্যাচ জিতিয়ে দিতে পারে। তাছাড়া তাদের গতিও অনেক বেশি।’ কমলা জার্সিধারীদের গতিশীল ফুটবলকে রুখতে পারবে আজ চেক প্রজাতন্ত্র!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর