সোমবার, ২৮ জুন, ২০২১ ০০:০০ টা

আর্জেন্টিনার গ্রুপসেরা হওয়ার লড়াই

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনার গ্রুপসেরা হওয়ার লড়াই

কোপা আমেরিকার চলমান আসরে চিলির সঙ্গে ড্র দিয়ে যাত্রা করেছিল লিওনেল মেসিদের আর্জেন্টিনা। তবে পরের দুই ম্যাচে শক্তিশালী উরুগুয়ে ও প্যারাগুয়েকে হারিয়ে আলবেসিলেস্তরা নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে বলিভিয়ার। কাল সকালে প্যান্টনাল অ্যারিনাতে মেসিদের লক্ষ্য বলিভিয়াকে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করা।

আগের তিন ম্যাচের দুটিতে জয় ও একটিতে ড্র করেছে আর্জেন্টিনা। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে আলবেসিলেস্তরা। বলিভিয়ার বিপক্ষে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। ড্র করলেও শীর্ষস্থান হারাতে পারেন মেসিরা। কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেতে হলে শীর্ষস্থানে টিকে থাকাটা বেশ জরুরি আর্জেন্টিনার। এবারের কোপা আমেরিকায় লিওনেল মেসিরা দারুণ খেলছেন। নিজেদের ডিফেন্স সামলে রাখছেন প্রতিপক্ষের আক্রমণ থেকে। সুযোগ বুঝে প্রতিপক্ষের ডিফেন্স তছনছ করে দিচ্ছেন মেসি-আগুয়েরোরা। বলিভিয়ার বিপক্ষেও একই ছন্দের আর্জেন্টিনাকে দেখা যেতে পারে। অবশ্য নকআউট পর্বের কথা চিন্তা করে আজ আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি তার একাদশে পরিবর্তন আনতে পারেন। বিশ্রামে দিতে পারেন গুরুত্বপূর্ণ তারকাদের। বলিভিয়ার বিপক্ষে দুরন্ত দল আর্জেন্টিনা। দলটির বিপক্ষে ৪০ ম্যাচ খেলে ২৮টিতেই জয় পেয়েছে আলবেসিলেস্তরা। হেরেছে ৭টিতে। এই সাত ম্যাচই বলিভিয়া খেলেছে ঘরের মাঠে (লা পাজে)।

সর্বশেষ খবর