মঙ্গলবার, ২৯ জুন, ২০২১ ০০:০০ টা

ওয়েম্বলিতে দুই জায়ান্টের লড়াই

ইংল্যান্ড-জার্মানি মুখোমুখি

ক্রীড়া ডেস্ক

ওয়েম্বলিতে দুই জায়ান্টের লড়াই

ইংল্যান্ড-জার্মানি ফুটবল ম্যাচ। ফুটবলপ্রেমীরা এমন ম্যাচ দেখার জন্য চাতক পাখির মতোই অপেক্ষা করেন।  ইউরো কাপের নকআউট পর্বে এমন লড়াই হলে তো কথাই নেই। আজ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরোপিয়ান ফুটবলের দুই সুপার পাওয়ার ইউরো কাপের শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হচ্ছে।

জার্মান কোচ জোয়াকিম লো বিদায় নিবেন ইউরো কাপ শেষ হলেই। এরপরই নতুন কোচ হ্যান্স ফ্লিকের অধীনে খেলবে জার্মানরা। নতুন কোচের জন্য ভালো একটা উপহার হিসেবেই ইউরো কাপের ট্রফিটা রেখে যেতে চাইবেন জোয়াকিম লো। গ্রুপ পর্বে জার্মান দলের দুই রূপই দেখেছে ফুটবলপ্রেমীরা। ফ্রান্সের কাছে জার্মানি ছিল অসহায়। অথচ রোনালদোদের নিয়ে গড়া দুরন্ত পর্তুগালকে পাত্তাই দেননি ম্যানুয়েল নিউয়াররা। অন্যদিকে ইংল্যান্ড গ্রুপ পর্বে ধারাবাহিক ফুটবল খেলেছে। ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্রকে হারিয়েছে। ড্র করেছে স্কটল্যান্ডের সঙ্গে। নিজেদের গোলবার অক্ষত রেখেই নকআউট পর্বে উঠেছে ইংলিশরা। হ্যারি কেইনদের সামনে আজ জার্মানির আক্রমণভাগের চ্যালেঞ্জ সামলানোর মিশনই অপেক্ষা করছে। থমাস মুলার, গুনডোগান, টনি ক্রুস, কাই হ্যাভার্টজ, টিমো ওয়ার্নাররা দুর্দান্ত আক্রমণভাগ গড়ে তুলেছেন জার্মান দলে। আজ জার্মান ফরোয়ার্ড লাইন আর ইংল্যান্ডের ডিফেন্স লাইনের লড়াইটাই হবে আকর্ষণীয়। ম্যাচ নির্ধারণীও!

এদিকে আজ স্কটিশ শহর গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হচ্ছে সুইডেন-ইউক্রেন। গ্রুপ পর্বে সুইডিশরা স্পেনের গ্রুপে খেলেও সেরা প্রমাণ করেছে নিজেদের। অন্যদিকে ইউক্রেন গ্রুপের তৃতীয় দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে। আজ ফেবারিট হিসেবেই ইউক্রেনের মুখোমুখি হচ্ছে সুইডেন।

সর্বশেষ খবর