মঙ্গলবার, ২৯ জুন, ২০২১ ০০:০০ টা
সংক্ষিপ্ত

হকির দলবদলের চেষ্টা

হকির প্রিমিয়ার লিগ কবে মাঠে গড়াবে তা ঠিক হয়নি। তবে তৎপরতা থেমে নেই। বড় দুই দল মোহামেডান ও আবাহনী বর্তমান কমিটির কর্মকান্ডে অসন্তুষ্ট হওয়ার পর নড়েচড়ে বসেছেন নির্বাহী কমিটির কর্মকর্তারা। ছয় দল দাবি তুলেছে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিয়ে ফেডারেশনের কর্মকান্ড চলে না। আগামী ৩ জুলাই লিগ কমিটির সভা ডাকা হয়েছে। ক্লাব প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়ালি সভা হবে। কমিটির সেক্রেটারি খাজা তাহের লতিফ মুন্না জানান, আমরা চেষ্টা করব এ সভা থেকে প্রিমিয়ারে দল-বদলের তারিখ নির্ধারণ করা।

 কিছু ক্লাব এখুনি দাবি তুলেছে এবার বিদেশি খেলোয়াড় ছাড়াই লিগ আয়োজন করতে। অর্থ সংকটতো আছেই তারপরও বিদেশি আনলে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

 মুন্না জানান, সামনের বৈঠকে অনেকটা পরিষ্কার হয়ে যাবে ক্লাবগুলো আসলে কী চায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর