বুধবার, ৩০ জুন, ২০২১ ০০:০০ টা

জেমির পর্যবেক্ষণে এলিটা কিংসলে

ক্রীড়া প্রতিবেদক

জেমির পর্যবেক্ষণে এলিটা কিংসলে

জামাল ভূঁইয়ার পর প্রবাসী ফুটবলার তারিক কাজীর অভিষেক হয়েছে জাতীয় দলে। এখন বাংলাদেশি নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান এলিটা কিংসলেকেও সামনে জাতীয় দলে দেখা যেতে পারে। ইতিমধ্যেই পেশাদার লিগে অভিষেক হয়েছে তার। বসুন্ধরা কিংসের পক্ষে প্রথম ম্যাচে গোলও পেয়েছেন। কিংসলে বলেছেন, এখন তার টার্গেট জাতীয় দলে খেলা। এশিয়ান কাপ বাছাইপর্বেই লাল-সবুজের জার্সি গায়ে চড়াতে চান কিংসলে।

কোচ জেমি ডে হুট করেই জাতীয় দলে কাউকে নিতে চান না। জাতীয় দলের ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে তার কথা হয়েছে। কিংসলে ভালোমানের খেলোয়াড় মানছেন। পেশাদার লিগে বাকি ম্যাচে তাকে পর্যবেক্ষণ করতে বলেছেন। লিগ শেষ হলেই কিংসলের ভিডিও ফুটেজ দেখবে জেমি। এরপর বাফুফের সঙ্গে বসবেন তিনি।

সর্বশেষ খবর