বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১ ০০:০০ টা

শিরোপার আরও কাছে কিংস

ক্রীড়া প্রতিবেদক

শিরোপার আরও কাছে কিংস

ঘাম ঝরানো কিংবা শেষের দিকে হোক, জয়তো এসেছে। স্বস্তির জয় নিয়ে শিরোপার আরও কাছে বসুন্ধরা কিংস। প্রথম লেগে মোহামেডানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল, অথচ ফিরতি পর্বে কিনা এই দুর্বল প্রতিপক্ষের কাছে হোঁচট খেতে বসেছিল ফুটবল কিং বসুন্ধরা কিংস। শুধু তাই নয় ২৫ মিনিটে গোলরক্ষক সুজন লাল কার্ড পাওয়ার পরও মোহামেডান যে গতিময় খেলা খেলছিল তাতে কিংসের আনবিটেন ভাঙার শঙ্কা জেগে উঠেছিল। যাক শেষ পর্যন্ত ইনজুরি টাইমে আর্জেন্টাইন রাউল বেসেরার গোলে কিংস বিজয়ের নিশানা উড়িয়েছে। ১৭ ম্যাচে ৪৯ পয়েন্টে কিংস শুধু শীর্ষেই নয় শিরোপা ধরে রাখাটাও প্রায় নিশ্চিত করে ফেলেছে। এখন তারা নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী আবাহনী চেয়ে ১৬ ও শেখ জামালের চেয়ে ১৭ পয়েন্টে এগিয়ে রইল।

বৃষ্টি ভেজা মাঠ বলেই বসুন্ধরা তাদের চিরচেনা খেলাটা খেলতে পারছিল না। মোহামেডানও সুযোগ পেয়েছিল। কিন্তু গোলরক্ষক জিকো তা অনায়াসে নস্যাৎ করে দিয়েছেন। সত্যি বলতে রাউল, রবসন ও ফার্নান্দেজকে দীর্ঘ সময়ে মাঠে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিংসলেকে দ্বিতীয়ার্ধে তুলে নেওয়া হয়। ৭৮ মিনিটে আবার ইয়াসিন ডাবল হলুদ কার্ডে মাঠ ছাড়লে কোচ অস্কারে কপালে চিন্তার ভাঁজ পড়ে। সব চিন্তাকে উল্লাসে পরিণত করেন রাউল বেসেরা। ৯৩ মিনিটে রবসনের কাছ থেকে বল পেয়ে বিপুকে পরাস্ত করেন। লিগে এটি তার ১৫তম গোল। রাউল ১৬ গোলে শীর্ষে রয়েছেন। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর