শিরোনাম
বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১ ০০:০০ টা

সামনের টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ১২ টেস্ট

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশ ছিল সবার তলানিতে। আগস্টে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ। বৈশ্বিক টুর্নামেন্টের দ্বিতীয় আসরে বাংলাদেশ খেলবে ১২টি টেস্ট। এ সময়ে দুই টেস্ট ম্যাচ সিরিজ ৬টি। সবচেয়ে বেশি ২১টি টেস্ট খেলবে ইংল্যান্ড। ইংল্যান্ডের পর সবচেয়ে বেশি টেস্ট খেলবে ভারত, ১৯টি। অস্ট্রেলিয়া ১৮, দক্ষিণ আফ্রিকা ১৫, পাকিস্তান ১৪ এবং বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ড খেলবে ১৩টি। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা ১৩টি করে খেলবে টেস্ট। চ্যাম্পিয়নশিপের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে ২০২৩ সালের জুন মাসে শেষ হবে দুই বছরের চ্যাম্পিয়নশিপ।

বাংলাদেশ প্রথম খেলবে চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে। ডিসেম্বরে শ্রীলঙ্কা, ডিসেম্বর-জানুয়ারিতে ঘরের মাঠে আতিথেয়তা দিবে নিউজিল্যান্ডকে। ২০২২ সালের মার্চ-এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফর করবে। জুলাই-আগস্টে খেলবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। ২০২২ সালের নভেম্বরে চ্যাম্পিয়নশিপ শেষ হবে ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ দিয়ে। দুই বছরের চ্যাম্পিয়নশিপে দেশগুলো খেলবে ২০টি সিরিজ।

সর্বশেষ খবর