বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১ ০০:০০ টা

জিম্বাবুয়ে পৌঁছে বিশ্রামে মুমিনুলরা

ক্রীড়া প্রতিবেদক

জিম্বাবুয়ে পৌঁছে বিশ্রামে মুমিনুলরা

এক টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলতে মুমিনুল বাহিনী এখন জিম্বাবুয়ের রাজধানী হারারেতে। ঢাকা-দোহা-জোহানেসবার্গ হয়ে হারারে পৌঁছায়। জিম্বাবুয়ের রাজধানী পৌঁছায় মুমিনুল বাহিনী পা রাখে স্থানীয় সময় রাত সাড়ে ৮টায়। বাংলাদেশ টেস্ট দলের সঙ্গে দোহায় যোগ দেন স্পিন কোচ রঙ্গণা হেরাথ। জোহানেসবার্গে যোগ দেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। হেরাথকে নিয়োগ দেওয়া হয়েছে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত। প্রিন্সকে নেওয়া হয়েছে শুধুমাত্র জিম্বাবুয়ে সিরিজ পর্যন্ত। দল অনুশীলনে নামবে আজ থেকে। বিশ্বসেরা অলরাউন্ডার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন দলের সঙ্গে এবং বাঁ হাতি ওপেনার সাদমান ইসলাম ভিসা জটিলতায় পরে রওনা দিয়েছেন। ৭-১১ জুলাই সফরের একমাত্র টেস্ট। তার আগে ৩-৪ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ১৬, ১৮ ও ২০ জুলাই তিন ওয়ানডে ও ২৩, ২৫ ও ২৭ জুলাই টি-২০ ম্যাচ। টেস্ট স্কোয়াডে যারা সুযোগ পাননি, তারা ওয়ানডে খেলতে সবাই যাবেন ৯ জুলাই এবং টি-২০ স্কোয়াডের বাকিরা যাবেন ১৬ জুলাই।

 

টেস্ট স্কোয়াড

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাকিব

আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

সর্বশেষ খবর