শুক্রবার, ২ জুলাই, ২০২১ ০০:০০ টা
বিশ্ব চ্যাম্পিয়নদের অগ্নিপরীক্ষা

ইতালির সামনে ফিফা সেরা বেলজিয়াম

ক্রীড়া প্রতিবেদক

ইতালির সামনে ফিফা সেরা বেলজিয়াম

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম এবং ইতালি ১০ নম্বরে। অবস্থানগত বিচারে রবার্তো মানচিনির ইতালির চেয়ে কয়েক কদম এগিয়ে রোমেলু লুকাকু, এইডেন হ্যাজার্ডের বেলজিয়াম। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে ১৯৬৮ সালের ইউরো ও চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ২০১৮ সালের সেপ্টেম্বরে পর্তুগালের কাছে হারের পর দুর্দান্ত খেলা মানচিনির আজ্জুরিরা হারতে ভুলে গেছে। টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্র্ড নিয়ে আজ জার্মানির মিউনিখের অ্যালিয়াঞ্জ ফ্রান্সে মুখোমুখি হবে গত বিশ্বকাপের তৃতীয় এবং ১৯৮০ সালের ইউরো রানার্সআপ ও ১৯৭২ সালের তৃতীয় দল বেলজিয়ামের। পারফরম্যান্স এবং তারকামূল্যে নিঃসন্দেহে আজ বাংলাদেশ সময় রাত ১টার ম্যাচটি ফাইনালের আগে ফাইনাল। গত বিশ্বকাপ খেলতে না পারার হতাশা ঝারতে মানচিনির ইতালি মরিয়া ব্যর্থতা ঝেরে ইউরো সেরা হতে। বিপরীতে হ্যাজার্ড, লুকাকু, কেভিন ডি ব্রুইনদের ‘গোল্ডেন জেনারেশন’ বেলজিয়ামেরও স্বপ্ন প্রথমবারের মতো ইউরো সেরার মুকুট পড়ার। দুই দলকেই ১১ জুলাই ওয়েম্বলির ফাইনাল খেলতে আজ জিততেই হবে।

গ্রুপ পর্বে দারুণ খেলা ইতালিকে নকআউট পর্বে বেগ দিয়েছে অস্ট্রিয়া। ২-১ গোলে জিততে ঘাম ঝরাতে হয়েছে আজ্জুরিদের।

সর্বশেষ খবর