শুক্রবার, ২ জুলাই, ২০২১ ০০:০০ টা
বিশ্ব চ্যাম্পিয়নদের অগ্নিপরীক্ষা

স্পেনকে চ্যালেঞ্জ সুইজারল্যান্ডের

ক্রীড়া প্রতিবেদক

স্পেনকে চ্যালেঞ্জ সুইজারল্যান্ডের

শুধু রেকর্ড নয়, তারকার তুলনায়ও বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের চেয়ে যোজন যোজন পিছিয়ে ছিল সুইজারল্যান্ড। ফ্রান্স দুইবার করে বিশ্বচ্যাম্পিয়ন ইউরো চ্যাম্পিয়ন। সুইজারল্যান্ড বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে তিনবার। কিন্তু ইউরোতে খেলছে এবারই প্রথম। তাও আবার ইউরো চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়ে। নকআউট পর্বে শাকিরির সুইজারল্যান্ড টাইব্রেকারে এমবাপ্পে, গ্রিজম্যানের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে বিদায় করে জায়গা নেয় কোয়ার্টার ফাইনালে। সেমিফাইনালে উঠার আজকের লড়াইয়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ একবারের বিশ্বচ্যাম্পিয়ন ও তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। লুইস এনরিকের স্পেন সেরা আটে জায়গা নিয়েছে রোমাঞ্চকর এক ম্যাচে গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়াকে ৫-৩ গোলে হারিয়ে। র‌্যাঙ্কিংয়ে স্পেন ৬ এবং সুইসরা ১৬। রেকর্ডস ও শক্তিমত্তার বিচারে আজকের ম্যাচে পরিষ্কার অর্থেই ফেবারিট স্পেন। নকআউট পর্বে দুর্দান্ত খেলা সুইজারল্যান্ডকে হালকা মেজাজে দেখার কোনো কারণ নেই।

গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে এনরিকের শিষ্যরা গোল করেন মাত্র একটি। সমালোচনায় এফার-ওফোর হতে থাকেন কোচ এনরিকে। কিন্তু গোল নিয়ে চিন্তিত নন বলেই জানান। তার নতুন মন্ত্রে উজ্জীবিত মোরাতারা গ্রুপের শেষ ম্যাচে ৫-০ গোলে গুঁড়িয়ে দেন স্লোভাকিয়াকে।

সর্বশেষ খবর