শুক্রবার, ২ জুলাই, ২০২১ ০০:০০ টা
বিশ্ব চ্যাম্পিয়নদের অগ্নিপরীক্ষা

পেরুর প্রতিপক্ষ প্যারাগুয়ে

ক্রীড়া প্রতিবেদক

পেরুর প্রতিপক্ষ প্যারাগুয়ে

ইউরো জ্বরে পুড়ছে গোটা ইউরোপ। ল্যাটিন আমেরিকা পুড়ছে বিশ্বের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকার সৃজনশীল ফুটবল জ্বরে। করোনাভাইরাসের সময়ও গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা উপভোগ করছেন মেসি, নেইমারদের ফুটবল সৌকর্য। কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনাল আজ মাঠে গড়াচ্ছে। আসরের প্রথম কোয়ার্টারে মুখোমুখি হচ্ছে গত আসরের রানার্সআপ পেরু ও প্যারাগুয়ে। গতবার পেরু ফাইনালে হেরেছিল স্বাগতিক ব্রাজিলের কাছে।

গ্রুপপর্বে পেরু শুধুমাত্র হেরেছিল ব্রাজিলের কাছে। সেই ধাক্কা সামলে পরের তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে জায়গা করে নেয় সেরা আটে। বিপরীতে আর্জেন্টনার পেছনে থেকে গ্রুপের তৃতীয় দল হয়ে খেলছে প্যারাগুয়ে। শেষ ম্যাচে রেকর্ড ১৫ বারের কোপা জয়ী উরুগুয়ের কাছে ০-১ গোলে হেরে তিনে নেমে আসে। তারপরও ল্যাটিন আমেরিকার ফুটবল শক্তি প্যারাগুয়ে। আজ সেমিতে উঠার জন্য রে গামারা, রোমেরারা শেষ পর্যন্ত লড়াই করবেন পেনা, মিনাদের সঙ্গে। ল্যাটিন দেশ হলেও পেরুর ফুটবলে রয়েছে ইউরোপীয় ধাঁচ। দলটি ড্যাসিং ফুটবল খেলে থাকে। তবে প্যারাগুয়ে বরাবরই ছোট ছোট পাসে ল্যাটিন ফুটবল খেলে থাকে।

সর্বশেষ খবর