শুক্রবার, ২ জুলাই, ২০২১ ০০:০০ টা

বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার

ক্রীড়া ডেস্ক

ভারতের বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক অভিমন্যু মিশ্র এখন বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার। বুধবার হাঙ্গেরির বুদাপেস্টে তৃতীয় নর্ম অর্জনের মধ্যদিয়ে সের্গেই কারকিনের ১৯ বছর পুরনো রেকর্ড ভাঙে মিশ্র। ইউক্রেন পরে রাশিয়ার প্রতিনিধিত্ব কারাকিন ২০০২ সালে ১২ বছর ৭ মাস বয়সে সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার দাবাড়ুর খেতাব অর্জন করেছিলেন। মিশ্র ১২ বছর ৪ মাস ২৫ দিন বয়সে সেই রেকর্ড ভাঙল। গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জনের লক্ষ্যে মিশ্র ও তার বাবা গত এপ্রিলে বুদাপেস্টে ছিলেন। গত দুই মাসে ২টি নর্ম অর্জন করলে গ্র্যান্ডমাস্টার তার নিশ্চিত হয়ে যায়। ভেজেরকেপেজো জিএম মিস্কে ভারতের গ্র্যান্ডমাস্টার লিওন মেনদোনকাকে কালো ঘুঁটি নিয়ে হারিয়ে তৃতীয় নর্ম অর্জন করে এ বিস্ময় বালক। সোচিতে ফিদে বিশ্বকাপে অংশ নেওয়ার আগে এটাই ছিল মিশ্রর শেষ টুর্নামেন্ট।

সর্বশেষ খবর