শনিবার, ৩ জুলাই, ২০২১ ০০:০০ টা

এরিকসেনে অনুপ্রাণিত ডেনমার্ক

ক্রীড়া ডেস্ক

‘এরিকসেনের ঘটনা পুরো জাতিকে বড় একটা ধাক্কা দিয়েছে। ডেনমার্কে এখন সবাই ১৯৯২-এর ঘটনার (ইউরো কাপ জয়) পুনরাবৃত্তি চায়।’ কথাগুলো ড্যানিশ মন্ত্রী লাইকে ফ্রিসের। আজারবাইজানের বাকুতে আজ ইউরো কাপ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ডেনমার্ক-চেক প্রজাতন্ত্র। গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে ড্যানিশরা আরও একবার প্রেরণা নিচ্ছে এরিকসেনের ঘটনা থেকে।

ইউরো কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে দারুণ খেলছিল ডেনমার্ক। হঠাৎ করেই দলের সেরা তারকা ইন্টার মিলানের ক্রিস্টিয়ান এরিকসেন মাটিতে পড়ে যান। তাকে হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে ম্যাচটা খেললেও ডেনমার্ক হেরে যায় ১-০ গোলে। বেলজিয়ামের কাছেও গ্রুপ পর্বে হারে ২-১ গোলে। তবে রাশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে নকআউট পর্ব নিশ্চিত করে দলটি। শেষ ষোলোর লড়াইয়ে তারা হারিয়ে দেয় ওয়েলসকে (৪-০)। টানা দুই ম্যাচে ৪টি করে গোল করা দলটি এবার চেকদের সামনে।

চেক প্রজাতন্ত্র চতুর্থবারের মতো ইউরো কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে নামছে। এর আগে ১৯৯৬ সালে পর্তুগালের বিপক্ষে এবং ২০০৪ সালে ডেনমার্কের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলে বিজয়ী হয়েছিল চেকরা। অবশ্য ২০১২ সালে পর্তুগালের কাছে হেরে যায় শেষ আটে। এবার ডেনমার্কের বিপক্ষে কী করবে! চেকরা এখনো পর্যন্ত ইউরো কাপে দারুণ খেলেছে। শেষ ষোলো থেকে বিদায় করেছে নেদারল্যান্ডসের মতো ফেবারিট দলকে। গ্রুপ পর্বেও ক্রোয়েশিয়াকে আটকে দিয়েছে। ড্যানিশ- চেকদের লড়াইটা জমবে বেশ!

ডেনমার্ক কোচ ক্যাসপার বলেছেন, ‘এটা এমন এক সুযোগ যা হয়তো আর কখনই আসবে না। আমরা দীর্ঘদিন ধরেই কঠোর পরিশ্রম করছি ভালো কিছু অর্জনের আশায়।’ চেক প্রজাতন্ত্রের মিডফিল্ডার অ্যান্টোনিন বারাক বলেছেন, ‘ডেনমার্ক টুর্নামেন্টজুড়ে দারুণ খেলেছে। ইউনিক স্টাইলে খেলছে তারা। দলটা খুবই ভারসাম্যপূর্ণ।’

সর্বশেষ খবর