মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১ ০০:০০ টা
সেমিফাইনাল

মেসির দুরন্ত আর্জেন্টিনার সামনে লড়াকু কলম্বিয়া

মেসির দুরন্ত আর্জেন্টিনার সামনে লড়াকু কলম্বিয়া

কোপা আমেরিকার সেমিফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। কাল সকালে ব্রাজিলের ন্যাশনাল মানে গারিঞ্চ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। একদিকে মেসির দুরন্ত পারফরম্যান্স। অন্যদিকে কলম্বিয়ার গোলবারের সামনে প্রাচীরের মতোই দৃঢ়তা নিয়ে দাঁড়িয়ে থাকা কলম্বিয়ান গোলরক্ষক ডেভিড ওসপিনা। দারুণ এক লড়াইয়ে আশা করতে পারেন ফুটবলপ্রেমীরা। তবে কলম্বিয়া বলেই অতিরিক্ত সতর্ক আর্জেন্টিনা। গত তিন ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে জয় পায়নি আর্জেন্টিনা। এর মধ্যে ১টিতে হেরেছে, ড্র করেছে দুই ম্যাচে। অবশেষে কী কলম্বিয়ার বিপক্ষে জয়ের দেখা মিলবে মেসিদের!

 

আর্জেন্টিনা একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ, গনজালো মনটিয়েল, জার্মান পেজ্জেল্লা, নিকোলাস ওতামেন্দি, মারকোস অ্যাকুনা, রডরিগো ডি পল, লিয়ান্দ্রো প্যারেডেস, ইজেকুয়েল প্যালাসিওস, লিওনেল মেসি, লটারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।

 

লিওনেল মেসি

বিশ্বসেরা ফুটবল তারকা লিওনেল মেসিতেই এবার কোপা আমেরিকা জয়ের লক্ষ্যে ছুটছে আর্জেন্টিনা। পাঁচ ম্যাচের চারটিতেই ম্যাচসেরা পারফরম্যান্স দেখিয়েছেন মেসি। ৪টি গোল করার পাশাপাশি ৪টি গোলে এসিস্টও করেছেন। কলম্বিয়ার বিপক্ষেও আর্জেন্টিনার সমর্থকরা তাকিয়ে থাকবে মেসির বাম পায়ের জাদুর দিকেই!

 

 

 

কলম্বিয়া একাদশ

ডেভিড ওসপিনা, ড্যানিয়েল মুনডুজ, ইয়েরি মিনা, ডেভিনসন সানচেজ, উইলিয়াম টেসিলো, হুয়ান কুয়াডরাডো, উইলমার ব্যারিওস, গুস্তাভো কুয়েলার, লুইস ডিয়াজ, লুইস মুরিয়েল ও ডুভান জাপাটা।

 

ডেভিড ওসপিনা

কলম্বিয়ায় অনেকেই বেশ ভালো পারফর্ম করছেন এবারের কোপা আমেরিকায়। হুয়ান কুয়াডরাডো দারুণ খেলছেন। তবে সবার চেয়ে এগিয়ে আছেন গোলরক্ষক ডেভিড ওসপিনা। কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে পেনাল্টি শুট-আউটে দারুণ দুটি সেভ করেছেন তিনি। আর্জেন্টিনার বিপক্ষে তিনিই হয়ে উঠতে পারেন দলের নায়ক!

 

 

লিওনেল স্কালোনি কোচ, আর্জেন্টিনা

কোপা আমেরিকা খুবই কঠিন একটা টুর্নামেন্ট। এখানে আপনাকে সফল হতে হলে প্রতিটা ম্যাচেই জিততে হবে। আমরা ধাপে ধাপে এগিয়েছি। এভাবেই এগিয়ে যেতে চাই সামনের দিকে।

 

 

রেইনাল্ডো রুয়েডা কোচ, কলম্বিয়া

বিশ্বকাপ বাছাইপর্ব থেকেই আমাদের পরিকল্পনা ভালো ছিল। মাঠে আমাদের ফুটবলাররা সেই পরিকল্পনা বাস্তবায়ন করছে। আশা করি আর্জেন্টিনার বিপক্ষেও তারা আমাকে নিরাশ করবে না।

 

রেকর্ড

► কলম্বিয়ার বিপক্ষে দারুণ সফল আর্জেন্টিনা। সবমিলিয়ে এই দলের বিপক্ষে ৪০ ম্যাচ খেলে ২৩টিতেই জয় পেয়েছে আলবেসিলেস্তরা। হেরেছে কেবল ৯টিতে। ড্র ৮ ম্যাচে।

► তবে সাম্প্রতিক সময়ে কলম্বিয়ার বিপক্ষে খুব একটা ভালো ফল করতে পারেনি আর্জেন্টিনা। কোপা আমেরিকা শুরুর আগে বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা।

► কোপা আমেরিকার গত আসরে কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার দারুণ একটা সুযোগ লিওনেল মেসিদের সামনে।

► ১৯৯৩ সালের পর থেকে আন্তর্জাতিক ফুটবলে কোনো ট্রফি নেই আর্জেন্টিনার। এবার লিওনেল মেসির হাত ধরে সেই অপেক্ষাই ঘুচাতে চায় আলবেসিলেস্তরা। কলম্বিয়া ২০০১ সালে নিজেদের একমাত্র কোপা আমেরিকা ট্রফি জিতেছে।

 

রণকৌশল

আর্জেন্টিনা

কোপা আমেরিকায় ৪-২-৩-১ এবং ৪-৩-৩ ফরমেশনে দল মাঠে নামাচ্ছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। কখনো আগুয়েরো থাকছেন সেন্টার ফরোয়ার্ড হিসেবে। কখনো ফরোয়ার্ড লাইনে মেসিও যোগ হয়ে শক্তি বাড়াচ্ছেন। আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি লিওনেল মেসি। তিনি মাঠজুড়েই খেলে দলকে পরিচালনা করেন।

 

কলম্বিয়া

কলম্বিয়া ৪-৪-২ ফরমেশনে খেলছে। এই ফরমেশনের সুবিধা হলো, ইচ্ছে মতো ডিফেন্সে অথবা ফরোয়ার্ড লাইনে শক্তি বাড়ানো যায়। মিডফিল্ডের দুই পাশে হুয়ান কুয়াডরাডো ও ডিয়াজ দারুণ খেলেন। কখনো ডিফেন্সে আবার কখনো ফরোয়ার্ড লাইনে ছুটে যান তারা। এতে প্রতিপক্ষের ছন্দপতন হয় অনেকক্ষেত্রে। আর্জেন্টিনার বিপক্ষে একই ফরম্যাটে খেলতে পারে কলম্বিয়া।

সর্বশেষ খবর