মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১ ০০:০০ টা
সেমিফাইনাল

মানসিনির ‘আগ্রাসী’ ইতালি ‘ধীরগতি’র স্পেন

মানসিনির ‘আগ্রাসী’ ইতালি ‘ধীরগতি’র স্পেন

স্পেন-ইতালি ফুটবল লড়াই বড় লোভনীয়। ইউরোপিয়ান ফুটবলের দুই পরাশক্তির সাধারণ লড়াই অসাধারণ হয়ে উঠে। আর ইউরো কাপের সেমিফাইনালে এ লড়াই হলে তো কথাই নেই। আজ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শেষ চারের লড়াইয়ে নামছে স্পেন-ইতালি। ২০১২ সালের ইউরো কাপেও সেমিতে দেখা হয়েছিল দুই দলের। ইউরো কাপের নকআউট পর্বে স্পেন-ইতালির লড়াই যেন নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। ২০০৮ সালের ইউরো কাপে কোয়ার্টার ফাইনালে দেখা হয়েছিল দুই দলের। সেবার টাইব্রেকারে জিতেছিল স্পেন। চার বছর পর ২০১২ সালে ইউরো কাপের সেমিতে দেখা দুই দলের। এবারে স্পেনের জয় ৪-০ ব্যবধানে!

 স্পেন সেসময় বিশ্ব চ্যাম্পিয়ন। জাভি-ইনিয়েস্তারা বিশ্বের সেরা দল গড়ে তুলেছিলেন। ২০১৬ সালে আবারও দেখা দুই দলের। এবার শেষ ষোলোতে ইতালি জিতে যায় ২-০ ব্যবধানে। মোক্ষম একটা প্রতিশোধই নিয়েছিল ইতালি। তবে স্পেন যেমন নকআউট পর্বে ইতালিকে হারিয়ে দুইবারই (২০০৮ ও ২০১২) ইউরো কাপ জিতেছিল, ইতালি তেমনটা পারেনি। ২০১৬ সালে কোয়ার্টার ফ্ইানালে জার্মানির কাছে হেরে যায় আজ্জুরিরা।

ইউরো কাপে এবার দুর্দান্ত খেলছে ইতালি। পাঁচ ম্যাচে রবার্তো মানসিনির দল গোল করেছে ১১টি। বিপরীতে গোল হজম করেছে কেবল ২টি। গত পাঁচ ম্যাচে স্পেনের গোল সংখ্যা ১টি বেশি। প্রতিপক্ষের জালে ১২ বার বল জড়িয়েছে স্প্যানিশরা। তবে এনরিকের দলের ডিফেন্সের অবস্থা বেশ খারাপ। ৫টি গোল হজম করেছে তারা। ইতালির দুরন্ত আক্রমণভাগের বিপক্ষে স্পেনীয়দের ডিফেন্স নিয়েই ভাবতে হবে কোচ এনরিকেকে। অবশ্য ইতালিরও দুশ্চিন্তার কারণ আছে যথেষ্ট। স্পেনের আক্রমণভাগ কখন কী করবে, বলা কঠিন। ক্রোয়েশিয়ার জালে তারা ৫ গোল দিয়েছে। তাছাড়া স্প্যানিশ ডিফেন্সের পিছনে চীনের মহাপ্রাচীরের মতোই দৃঢ়তা নিয়ে দাঁড়িয়ে থাকেন গোলরক্ষক উনাই সাইমন। একের পর এক দুরন্ত সেভ করেই চলেছেন এ গোলরক্ষক। এই দলকে ইতালিরও সমীহ করেই খেলতে হবে!

 

স্পেন একাদশ

উনাই সাইমন, অ্যাজপিলিকুয়েটা, গার্সিয়া, লাপোর্তে, জর্দি আলবা, কোকে, বাসকুয়েটস, পেডরি, মোরেনো, আলভারো মোরাতা এবং ওলমো।

 

উনাই সাইমন

স্প্যানিশ গোলরক্ষকদের অতীত ইতিহাস দারুণ। ইকার ক্যাসিয়াসের অসাধারণ গোলকীপিংয়ের কথা এখনো ফুটবলপ্রেমীদের মনে আছে। তারই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় নিয়েই যেন মাঠে নেমেছেন উনাই সাইমন। এবারের ইউরো কাপে অসাধারণ খেলছেন তিনি। সেভ করছেন দুর্দান্ত। ইতালির সামনে চীনের প্রাচীর হয়ে উঠতে পারেন আজ!

 

ইতালি একাদশ

ডোনরুম্মা, ফ্লোরেনজি, বনুচ্চি, কিয়েলিনি, এমারসন, ব্যারেল্লা, জর্জিনহো, ভেরাত্তি, চিয়েসা, ইমোবিলে এবং ইনসিনিয়ে।

জর্জিও কিয়েলিনি

ইতালিয়ান ডিফেন্সের প্রধান তারকা। কেবল ডিফেন্সেই নন, মাঠজুড়ে তার পদচারণা। বর্তমান ফুটবলারদের মধ্যে সেরা ডিফেন্ডারদের একজন তিনি। এবারের ইউরো কাপেও সবার নজর কেড়েছেন। সতীর্থদের মধ্যে দারুণ উত্তেজনা সঞ্চার করতে পারেন মাঠে। অসাধারণ এক নেতাই পেয়েছে ইতালি। কিয়েল্লিনিকে নিয়ে ভাবতে হবে স্পেনকে।

 

 

লুইস এনরিকে কোচ, স্পেন

‘আমরা নিজেদের নিয়ে গর্বিত। আমরা অথবা সেমিফাইনালের অন্য দলগুলোর সবাই এখন চাইবে ফাইনাল খেলতে। ইউরো কাপ জয় করতে। আমরাও এ টুর্নামেন্ট জিতেই দেশে ফিরতে চাই।

রবার্তো মানসিনি কোচ, ইতালি

‘আমরা বেলজিয়ামের বিপক্ষে কাক্সিক্ষত জয় পেয়েছি। এবার সামনে স্পেন। এ টুর্নামেন্টে যতই সামনে যাচ্ছি, পথ আরও কঠিন হচ্ছে। স্পেন এক কঠিন প্রতিপক্ষ। তবে আমরাও প্রস্তুত।’

 

রেকর্ড

► ইতালি ও স্পেন সব ধরনের ম্যাচে ৩৭ বার মুখোমুখি হয়েছে। ১১টি করে ম্যাচে জয় পেয়েছে দুই দলই। ১৫ ম্যাচে ড্র করেছে। ইতালির ৪৩ গোলের বিপরীতে স্পেন গোল করেছে ৪০টি।

► ২০০৮ (কোয়ার্টার ফাইনাল) ও ২০১২ (সেমিফাইনাল) সালের ইউরোতে জয় পেয়েছে স্পেন। ২০১৬ সালে শেষ ষোলো থেকে স্পেনকে বিদায় করেছে ইতালি।

► এবারের ইউরো কাপে টানা পাঁচ ম্যাচ জিতেছে ইতালি। ইউরো কাপে টিকে থাকা চার দলের মধ্যে শতভাগ জয় আছে কেবল ইতালিরই। ইউরো/বিশ্বকাপে এটা তাদের দ্বিতীয় সেরা পারফরম্যান্স। ১৯৯০ বিশ্বকাপে ৬ ম্যাচ জিতেছিল ইতালি।

► স্পেনের সঙ্গে গত ১৪ বারের লড়াইয়ে মাত্র দুবার জয় পেয়েছে ইতালি। এর মধ্যে পাঁচবারই জয় পেয়েছে স্পেন। দুই দল ড্র করেছে ৭ বার।

 

রণকৌশল

স্পেন

লুইস এনরিকে স্পেনের প্রিয় ৪-৩-৩ ফরমেশনেই দলকে মাঠে নামাচ্ছেন। এই ফরম্যাটে আক্রমণাত্মক ফুটবলই খেলে দলটা। ইতালির বিপক্ষেও একই ফরম্যাটে  দেখা যেতে পারে স্পেনকে। দ্রুততালে আক্রমণে যাওয়া এবং দ্রুততালে ডিফেন্সে নেমে আসার সেরা উদাহরণ হতে পারে স্পেন।

 

ইতালি

বেলজিয়ামের বিপক্ষে ইতালি ৪-৩-৩ ফরম্যাটে খেলেছে। ফরোয়ার্ড লাইনে ইনসিনিয়ে, ইমোবিলে, চিয়েসা দুর্দান্ত খেলছেন। মাঝ মাঠ থেকে ব্যারেল্লা-জর্জিনহোরা বল বাড়িয়ে দিচ্ছেন ফরোয়ার্ড লাইনে। ইতালির সবচেয়ে বড় শক্তি, গতি। ইতালির গতির কাছেই একের পর এক পরাজিত হচ্ছে শক্তিশালী প্রতিপক্ষ।

সর্বশেষ খবর