মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

চলে গেলেন হকি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক মোবিন

ক্রীড়া প্রতিবেদক

চলে গেলেন হকি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক মোবিন

মাহমুদুর রহমান মোবিন ছিলেন হকির পরিচিত মুখ। ফুটবলও খেলেছেন দাপটের সঙ্গে। তবে তিনি বরাবরই বলতেন, হকি আমার রক্তে মিশে গেছে। আমার ভাবনায় শুধু হকি আর হকি। সেই নিবেদিত প্রাণ আর নেই। চলে গেলেন না ফেরার দেশে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল বিকালে মোবিন মগবাজার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। বাংলাদেশের হকির কিংবদন্তি খেলোয়াড় আবদুস সাদেক বলেন, ‘মোবিন ভাই ছিলেন হকির নিবেদিত প্রাণ। তিনিই ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। ১৯৭৩ সালে মূলত তারই প্রচেষ্টায় স্বাধীনতার পর হকি লিগ প্রথম মাঠে গড়ায়। তার মৃত্যুতে শুধু হকি নয়, ক্রীড়াঙ্গনের বড় ক্ষতি হয়ে গেল।’

মোবিন কামাল স্পোর্টিং, ভিক্টোরিয়া, ওয়ান্ডারার্সে ফুটবল খেললেও তার ক্যারিয়ারে বড় সময়টা কেটেছে ওয়ারিতে। দীর্ঘ সময়ে এই ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বাংলাদেশের ফুটবল ও হকিতে বেশ কজন খেলোয়াড় তারই মাধ্যমে প্রতিষ্ঠিত হন। পাকিস্তান জাতীয় দলে সুযোগ না হলেও তৎকালীন পূর্ব পাকিস্তান দলে রাইট ব্যাক পজিশনে আস্থার সঙ্গে খেলেন। ১৯৬৫ সালে তারই নেতৃত্বে পূর্ব পাকিস্তান হকিতে বেশ কটি প্রদর্শনী ম্যাচে অংশ নেয়। পাকিস্তান হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি। 

সর্বশেষ খবর