মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

হেরাথের টিপস কাজে লাগাতে চান মিরাজ

আগামীকাল শুরু হারারে টেস্ট। তার আগে একটি দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলেছেন মুমিনুল, মেহেদী হাসান মিরাজরা। হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের বোলিংয়ের মূল ভরসা স্পিন বিভাগ। এক সিরিজ বিরতির পর বাঁ হাতি স্পিনার সাকিব আল হাসান যোগ দেওয়ায় নিশ্চিত করেই বোলিংয়ের শক্তি বেড়েছে বহুগুণ। সাকিব ছাড়াও মুমিনুল বাহিনীর স্পিন বিভাগে রয়েছেন আরেক বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম এবং দুই অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ও নাঈম হোসেন। সাকিব ছাড়া বাকি স্পিনারের একাদশে জায়গা নিতে লড়াইয়ে মেতে উঠতে হবে নিজেদের মধ্যে। সিরিজে স্পিন কোচ হিসেবে কাজ করছেন শ্রীলঙ্কার সাবেক বাঁ হাতি স্পিনার রঙ্গনা হেরাথ। ৪৩ বছর বয়স্ক হেরাথ তার ৯৩ টেস্ট ক্যারিয়ারে উইকেট নিয়েছেন ৪৩৩টি।

১৯ বছরের ক্রিকেট ক্যারিয়ারের অভিজ্ঞতাটুকু তিনি শেয়ার করছেন টাইগার স্পিনার সাকিব, মিরাজ, নাঈম, তাইজুলদের সঙ্গে। মিরাজরাও অভিজ্ঞতাটুকু শুষে নিচ্ছেন। ২৬ টেস্টে ১০৪ উইকেট শিকারি বিশ্বাস স্পিন কোচের টিপসগুলো ভীষণ কাজে লাগবে, ‘আমাদের নতুন স্পিন কোচ তার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগাভাগি করছেন। গত ৩/৪ দিন তিনি আমাদের সবার সঙ্গে আলাদা করে কথা বলেছেন। টেকনিক্যাল ও ট্যাকটিকাল বিষয়গুলো নিয়ে কাজ করছেন, সেসব রপ্ত করতে পারলে আমাদের জন্য ভালো হবে।’ জিম্বাবুয়ে সিরিজে অন্যতম ভরসা মিরাজ জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্টে উইকেট নিয়েছেন ১১টি। ৫৭ টেস্ট ক্যারিয়ারে সাকিবের উইকেট ২১০টি। জিম্বাবুয়ের বিপক্ষে ৬ টেস্টে ২৬টি। তবে আফ্রিকান দেশটির বিপক্ষে সবচেয়ে সফল স্পিনার তাইজুল। ৬ টেস্টে তার উইকেট ৪১টি। দীর্ঘদেহী অফ স্পিনার নাঈম একমাত্র টেস্টে নিয়েছেন ৯ উইকেট। চার স্পিনারই মূল ভরসা ৭-১১ জুলাই টেস্টের। 

সর্বশেষ খবর