মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১ ০০:০০ টা
লড়াই যেন জেমি-জামালের

ইংল্যান্ড বনাম ডেনমার্ক

ইউরো কাপে সেমিফাইনালে মুখোমুখি হবে ডেনমার্ক ও ইংল্যান্ড। অথচ লড়াইটা যেন জামাল ভূঁইয়া ও জেমি ডেতে পরিণত হয়েছে। ফুটবলে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার জন্ম ডেনমার্কে। ২০১৩ সাল থেকে প্রবাসী ফুটবলার হিসেবে জাতীয় দল ও ঘরোয়া আসরে খেলছেন এবং নেতৃত্বও দিচ্ছেন। অন্যদিকে কোচ জেমি ডে ইংল্যান্ডের নাগরিক। গুরু শিষ্য পরিকল্পনা করে জাতীয় দল সাজান। দুজনায় একে অপরের প্রশংসায় পঞ্চমুখ। ইউরো কাপের সেমিফাইনাল কেন্দ্র করে দুজনার অবস্থান আবার ভিন্ন। জামাল চাচ্ছেন ডেনমার্কের জয়। অন্যদিকে জেমির প্রত্যাশা ডেনমার্ককে হারিয়ে শুধু প্রথমবার ফাইনাল নয় ১৯৬৬ সালে বিশ্বকাপের পর ইংল্যান্ড বড় কোনো শিরোপা জিতবে। কে জিতবে এনিয়ে সামাজিক যোগাযোগে তর্কে মেতে উঠেছেন গুরু ও শিষ্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর