শুক্রবার, ৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি পেরু-কলম্বিয়া

ক্রীড়া প্রতিবেদক

‘এস্তাদিও ন্যাশনাল দ্য ব্রাসিলিয়া’ স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পেরু ও কলম্বিয়া। পেরু গত আসরের ফাইনালিস্ট। গ্রুপ পর্বে পেরু ও কলম্বিয়া পরস্পরের মুখোমুখি হয়েছিল। জয় নিয়ে মাঠ ছেড়েছিল পেরু। জিতেছিল ২-১ গোলে। তবে জয়সূচক গোলটি ছিল আত্মঘাতী। গ্রুপ পর্বে ব্রাজিলের পেছনে থেকে কোয়ার্টার ফাইনাল খেলতে নামে পেরু। সেমিফাইনালে উঠার লড়াইয়ে প্যারাগুয়ের বিপক্ষে জয় পায় টাইব্রেকারে ৪-৩ গোলে। নির্ধারিত ১২০ মিনিট দুই দল সমানে সমানে লড়াই করে ম্যাচ শেষ করেছিল ৩-৩ গোলে। সেমিফাইনালে মুখোমুখি হয় স্বাগতিক ব্রাজিলের।

শেষ পর্যন্ত লড়াই করে ০-১ গোলে হেরে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠতে ব্যর্থ হয় পেরু। কলম্বিয়া সেমিফাইনালে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েও আর্জেন্টিনার কাছে হেরে যায় টাইব্রেকারে। হার মানে মূলতঃ আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দৃঢ়তার কাছে। টাইব্রেকারে এমিলিয়ানো তিন তিনটি গোল রক্ষা করে ‘মহানায়ক’ বনে যান। এর আগে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া টাইব্রেকারে উরুগুয়েকে ৪-২ গোলে হারায়। শনিবার ভোরে পেরু ও কলম্বিয়া দুই দলই মুখোমুখি হচ্ছে তৃতীয় হওয়ার লড়াইয়ে।  

সর্বশেষ খবর