শিরোনাম
শনিবার, ১০ জুলাই, ২০২১ ০০:০০ টা

মাহমুদুল্লাহর টেস্ট ক্রিকেটকে বিদায়!

ক্রীড়া প্রতিবেদক

মাহমুদুল্লাহর টেস্ট ক্রিকেটকে বিদায়!

১৫০ রানের রাজকীয় ইনিংস খেলার পরও টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন বাংলাদেশ টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি টেস্ট ক্রিকেট থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একজনের সঙ্গে আলাপে একটি স্ট্যাটাস লিখেছেন, ‘আমি কি সত্যিই টেস্টের জন্য ফিট? পাকিস্তানের বিপক্ষে বাজেভাবে আউট হওয়ার পর, নিজেকে বারবার জিজ্ঞাসা করেছিলাম। উত্তর খোঁজার চেষ্টা করেছি, উত্তর দেওয়ার সুযোগ খুঁজেছি। হারারেতে উত্তর পেয়েছি। আমি এখন জানি টেস্টের জন্য আমি পারফেক্ট। কিন্তু এই ফরমেটটা আমি আর খেলব না।’ হারারে টেস্ট খেলার কথা ছিল না রিয়াদের। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ইনজুরির সুযোগে শেষ সময়ে দলভুক্ত হন মাহমুদুল্লাহ। সুযোগ পেয়েই হারারে জয় করেন টাইগার টি-২০ অধিনায়ক। জিম্বাবুয়ের বোলারদের বিপক্ষে হিমালয়সম দৃঢ়তার পরিচয় দিয়ে ৮ নম্বরে ব্যাট করে ১৫০ রানের হার না মানা এক ইনিংস খেলেন। যা তার ৫০ নম্বর টেস্টে পাঁচ নম্বর সেঞ্চুরি। সময় যখন তার পক্ষে, তখনই রিয়াদ টেস্ট ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দিয়ে চমকে দিয়েছেন। যদিও মাহমুদুল্লাহর অবসরের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। বিসিবি অবশ্য টেস্ট ফরমেটের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়। তখনই পরিষ্কার হয়েছিল বিসিবি তাকে চায়না লাল বলে খেলাতে।   

সর্বশেষ খবর