শিরোনাম
রবিবার, ১১ জুলাই, ২০২১ ০০:০০ টা

অ্যাশলে বার্টির উইম্বলডন জয়

ক্রীড়া ডেস্ক

অ্যাশলে বার্টির উইম্বলডন জয়

দীর্ঘদিন ধরেই মেয়েদের টেনিসে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ান অ্যাশলে বার্টি। নিজেকে সেরা প্রমাণ করতেই যেন এবার উইম্বলডন জয় করলেন তিনি। গতকাল লন্ডনের অল ইংল্যান্ড টেনিস ক্লাবে মেয়েদের এককের ফাইনালে তিন সেটের লড়াইয়ে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকভাকে হারিয়েছেন অ্যাশলে বার্টি। ম্যাচটা তিনি জয় করেছেন ৬-৩, ৬-৭, ৬-৩ গেমে।

অস্ট্রেলিয়ান মেয়ে অ্যাশলে বার্টি ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন জিতে আলোচনায় আসেন। গত বছর করোনাভাইরাসের কারণে দেশ থেকে বের হননি। খেলা হয়নি ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন। তবে নতুন বছর শুরু হতেই আবারও কোর্টে নামেন বার্টি। অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ার্টার ফাইনাল খেলে বিদায় নেন ক্যারোলিনা মুচোভার কাছে হেরে। ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মাঝপথে নিজেকে সরিয়ে নেন তিনি। তবে উইম্বলডনেই পুরনো রূপে ফেরেন অ্যাশলে বার্টি। ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম ট্রফি জিতে অ্যাশলে বার্টি বলেন, ‘এটি সত্যিই অসাধারণ। অনেকটা সময় লাগল স্বপ্ন সত্যি হতে।’

এই স্টেডিয়ামে উপস্থিত সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আপনারা আমার অর্জনকে বিশেষ এক স্থান দিয়েছেন।’

বার্টির সামনে এবার ইউএস ওপেন জয়ের হাতছানি। সামনের মাসেই শুরু হবে বছরের শেষ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট।

সর্বশেষ খবর