শিরোনাম
মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১ ০০:০০ টা

সিরিজ জিতে দেশে ফিরছেন মুমিনুলরা

ক্রীড়া প্রতিবেদক

দুর্দান্ত ক্রিকেট খেলে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে ২২০ রানের জয় পায় বাংলাদেশ। ঘরের বাইরে জয় পেতে দুর্দান্ত ব্যাটিং করেছেন টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম. নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ। দুরন্ত বোলিং করেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন ও সাকিব। দুর্দান্ত টিম পারম্যান্সেই জয় পায় বাংলাদেশ। পর্বতসমান জয়ের পরও সব ফোকাস মাহমুদুল্লাহর উপর। ১৫০ রানের হার না মানা ইনিংস খেলার পর টেস্ট ক্রিকেটকে বিদায়ের কথা জানান তিনি। টেস্টের পঞ্চম দিন সতীর্থরা ‘গার্ড অব অনার’ও দেন মাহমুদুল্লাহকে। তারপরও টাইগার টেস্ট অধিনায়ক মুমিনুল হক স্বীকার করছেন না মাহমুদুল্লাহর অবসরের সিদ্ধান্ত, ‘এটা (অবসর) ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। এই সম্পর্কে আমার কিছু বলাটা কঠিন। সে রকমভাবে আমি অবগত নই। যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত হতেই পারে।’ যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দেশে ফিরে আলাপ করার সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু মাহমুদুল্লাহ নিজের সিদ্ধান্তে অটল রয়েছেন। হারারে টেস্ট জয়ের স্বাদ নিয়ে মুমিনুল, শান্ত, এবাদত, রাব্বি, মিরাজ, নাঈম হোসেনসহ ৮ ক্রিকেটার আজ দেশে ফিরছেন। ১৬ জুলাই শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই্ ওয়ানডে ১৮ ও ২০ জুলাই। ১৪ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তামিম ইকবালরা। ২৩, ২৫ ও ২৭ জুলাই টি-২০ সিরিজ। খেলাগুলো হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

সর্বশেষ খবর