বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

অলিম্পিকে রোমানকে ঘিরেই স্বপ্ন বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

অলিম্পিকে রোমানকে ঘিরেই স্বপ্ন বাংলাদেশের

২৩ জুলাই টোকিও অলিম্পিকের পর্দা উঠবে। শিডিউল অনুযায়ী গত বছরই বিশ্বসেরা গেমস শুরু হওয়ার কথা ছিল। করোনাভাইরাসে তা এক বছর পিছিয়ে দেওয়া হয়। অলিম্পিকে অংশ নিতে আগামীকালই প্রথম ধাপে বাংলাদেশ দল টোকিও রওনা দেবে। আর্চারি ও শুটিং দল শুক্রবারই টোকিও পৌঁছাবে। এরপর সাঁতার ও অ্যাথলেটিকস দল যাবে। ১৯৮৮ সাল থেকে অলিম্পিকে পদকের লড়াইয়ে লড়ছে বাংলাদেশ। কিন্তু প্রতিবারই হিটে আউট। কর্মকর্তারা বলে আসছিলেন এখানে অভিজ্ঞতা অর্জনটাই বড় কথা। এবার অবশ্য কিছুটা হলেও সুর পাল্টিয়েছেন। গতকাল অলিম্পিকে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এর আগে যুক্তরাষ্ট্র প্রবাসী জিমন্যাস্ট সাইক সিজার অংশ নেওয়ায় বিওএর কর্মকর্তারা পদকের স্বপ্ন দেখেছিলেন। বাস্তবে হিটেই আউট। তবে এবার কর্মকর্তারা জোরাল কণ্ঠে বলেছেন, যে বিশ্বকাপে পদক জিততে পারেন তাকে ঘিরে তো অলিম্পিকে স্বপ্ন দেখাটা দোষের কিছু নয়। আর তিনি হচ্ছেন আর্চার রোমান সানা। এই ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল বলেন, নেদারল্যান্ড বিশ্বকাপে রোমান ব্রোঞ্জ জিতেছে। সুইজারল্যান্ডে দিয়া সিদ্দিকীকে নিয়ে মিক্সড ডাবলসে রৌপ্য। এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে ওর পক্ষে পদক পাওয়া সম্ভব। রোমান শুধু দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। শুটিংয়ে আবদুল্লাহ হেল বাকি, অ্যাথলেটিকসে জহির রায়হান, সাঁতারে আরিফুল ও জুনাইন আহমেদ স্বপ্নের অলিম্পিকে লড়বেন।

সর্বশেষ খবর