শনিবার, ১৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

রেকর্ডের দিনে ফের সাকিবের ৫ উইকেট

ক্রীড়া প্রতিবেদক

রেকর্ডের দিনে ফের সাকিবের ৫ উইকেট

আরও একটা রেকর্ড নিজের দখলে নিলেন সাকিব আল হাসান। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমে ছাড়িয়ে গেলেন মাশরাফি বিন মুর্তজাকে। বাংলাদেশের জার্সিতে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারি এখন সাকিব। গতকাল তিনি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫ উইকেট শিকার করেছেন।

মাশরাফিকে ছাড়িয়ে মাত্র একটি উইকেটের প্রয়োজন ছিল সাকিবের। নিজের তৃতীয় ওভারে কাক্সিক্ষত উইকেটটি পেয়ে যান তিনি। সাকিবের বল তুলে মারতে গিয়ে টপ-এজড হন ব্রেন্ডন টেলর। ফাইন লেগে তাসকিন আহমেদের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এ জিম্বাবুয়ের ব্যাটসম্যান। ওয়ানডেতে সাকিবের এটি ২৭০তম উইকেট। মাশরাফি বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ২৬৯টি উইকেট শিকার করেছেন। অবশ্য ক্যারিয়ারে মাশরাফিও ওয়ানডেতে উইকেট শিকার করেছেন ২৭০টি। এর মধ্যে

একটি উইকেট শিকার করেছেন এশিয়া একাদশের হয়ে। দিন শেষে ওয়ানডেতে সাকিবের উইকেট সংখ্যা দাঁড়ায় ২৭৪টি।

ওয়ানডের মতোই টেস্টেও বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসান। তিনি ২৫১টি উইকেট শিকার করেছেন টেস্টে। এ তালিকায় দুইয়ে থাকা তাইজুল অনেকটা নিচেই অবস্থান করছেন (১৩৪ উইকেট)। সাকিব ব্যাটিংয়েও দুর্দান্ত। ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটেই তিনি বাংলাদেশের তিন নম্বরে অবস্থান করছেন।

গতকাল জিম্বাবুয়ে ব্যাটে ২৫ বলে ১৯ রান করেছেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে খুব একটা ভালো না করতে পারলেও বল হাতে ঠিকই পুষিয়ে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তিনটি উইকেট শিকার করেছেন তিনি। ব্রেন্ডন টেলরের পর শিকার করেন রেগিস চাকাবা (৫৪), রিয়ান বার্ল (৬), ব্লেসিং মুজারাবানির (২), রিচার্ড নাগারাভার (০) উইকেটও। মাত্র ৩০ রানে ৫ উইকেট শিকার করেন সাকিব।

সর্বশেষ খবর