শিরোনাম
শনিবার, ১৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

ভারত-পাকিস্তান একই গ্রুপে

সহজ গ্রুপে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ভারত-পাকিস্তান একই গ্রুপে

ভারতে হওয়ার কথা ছিল টি-২০ বিশ্বকাপ। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করায় ভেন্যু পরিবর্তন করেছে আইসিসি। পরিবর্তিত ভেনু মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত ও ওমান। তবে বিশ্বকাপের স্বত্ব থাকছে ভারতের কাছেই। আগামী ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে ২০ ওভারের টুর্নামেন্টটি। বাছাইপর্বের খেলাগুলো হবে ওমানে। বাংলাদেশ খেলবে বাছাইপর্ব। প্রাথমিক পর্বে টাইগাররা পড়েছে  সহজ গ্রুপে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি। ‘এ’ গ্রুপে খেলবে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া। চূড়ান্ত পর্বে প্রতি গ্রুপ থেকে দুটি করে চারটি দল খেলবে। ১২ দলের আসরের আট দল র‌্যাঙ্কিংয়ের বিচারে সরাসরি খেলবে মূল পর্বে। প্রতিটি গ্রুপে খেলবে ছয়টি করে দল। দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মূল পর্বে খেলবে একই গ্রুপে। গ্রুপ ‘১’-এ রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ৫০ ওভারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এ গ্রুপে চার দলের সঙ্গে যোগ দেবে বাছাইপর্বের ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপ রানার্স আপ। গ্রুপ-২-এ ভারত ও পাকিস্তানের সঙ্গে খেলবে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। তাদের সঙ্গে যোগ দেবে ‘এ’ গ্রুপ রানার্সআপ ও ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন।

সর্বশেষ খবর