সোমবার, ১৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

জাতীয় ফুটবল দলে প্রফেশনাল ম্যানেজার

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় ফুটবল দলে ম্যানেজার নিয়ে বিতর্ক বরাবরই হচ্ছে। এনিয়ে পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। ম্যানেজার যে ক্লাবের কর্মকর্তা সেরা একাদশে সে ক্লাবেরই খেলোয়াড়দের প্রাধান্য দেওয়ার অভিযোগও উঠছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সে বিতর্ক থেকে বের হয়ে আসতে চাচ্ছে। কার্যনির্বাহী কমিটির কাউকে ম্যানেজারের দায়িত্ব না দিয়ে প্রফেশনাল ম্যানেজার নিয়োগ দেওয়ার চিন্তাভাবনা চলছে। এ ব্যাপারে বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী বলেন, পেশাদার¡ ফুটবলে এখন অ্যামেচার ম্যানেজার বড্ড বেমানান। বাফুফে প্রফেশনাল অর্থাৎ বেতনভুক্ত ম্যানেজার নিয়োগ দেওয়ার অপেক্ষায় রয়েছে। সামনে বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় বিষয়টি চূড়ান্ত হতে পারে।

সালাম বলেন, প্রফেশনাল ম্যানেজার হলে তাকে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। অ্যামেচার ম্যানেজার দায়িত্ব পালন করে তার কিছু বলার আর থাকে না। তাই ব্যর্থতার রিপোর্ট সেভাবে তৈরি হয় না। প্রফেশনাল ম্যানেজার হলে দলে চেইন অব কমান্ড ভালোভাবে থাকবে। তিনি বলেন, জাতীয় দলের সাবেক ফুটবলার বা বাফুফের সঙ্গে জড়িত নয়, এমন কর্মকর্তাকে প্রফেশনাল ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। আমরা ফুটবল উন্নয়নে নতুনত্ব আনতে চাই।

সর্বশেষ খবর