শিরোনাম
সোমবার, ১৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

ত্রিশ মিনিটের ফুটবল!

ক্রীড়া ডেস্ক

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হিসেবে পরিচিত ফুটবল। ইতিহাসের শুরু থেকেই ৯০ মিনিটের ফুটবল চলছে। ৪৫ মিনিট করে দুই অর্ধে খেলা সমাপ্ত হয়। তবে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করতে অভিনব এক পদ্ধতির কথাই ভাবছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ৩০ মিনিটের দুই অর্ধে খেলা শেষ হবে ৬০ মিনিটে! কেবল তাই নয়, ম্যাচের মধ্যে ইচ্ছে মতো ফুটবলার বদলেরও সুযোগ থাকছে। থ্রো-ইন করা যাবে পায়ে। হলুদ কার্ড দেখলে পাঁচ মিনিট মাঠের বাইরে থাকতে হবে।

এছাড়া বল মাঠের বাইরে চলে গেলে সময় গণনা বন্ধ থাকবে। এই নিয়মগুলো প্রয়োগ করতে যাচ্ছে ফিফা। ফিউচার অব ফুটবল কাপ নামক টুর্নামেন্টে পিএসভি, এজেড আকমার, লিপজিগ ও ক্লাব ব্রুগের অনূর্ধ্ব-১৯ দল অংশগ্রহণ করবে। এ টুর্নামেন্টেই নতুন নিয়মগুলো পরীক্ষামূলকভাবে প্রয়োগ করবে ফিফা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর